Kuldeep Yadav Engagement: কৈশোরের প্রেম! ইংল্যান্ড সফরের আগেই এনগেজমেন্ট সারলেন কুলদীপ যাদব

India Tour of England: দীর্ঘ দিন আগে এক সাক্ষাৎকারে কুলদীপ জানিয়েছিলেন, সময় এলে খোলসা করবেন, কিন্তু কোনও বলিউড নায়িকাকে বিয়ে করবেন না, মজা করে সেটাই বলেছিলেন কুলদীপ।

Kuldeep Yadav Engagement: কৈশোরের প্রেম! ইংল্যান্ড সফরের আগেই এনগেজমেন্ট সারলেন কুলদীপ যাদব
Image Credit source: X

Jun 05, 2025 | 12:00 AM

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ। দিল্লি ক্যাপিটালস অবশ্য প্লে-অফে জায়গা করে নিতে পারেনি। সামনে ভারতের ইংল্যান্ড সফর। সেখানে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে। টেস্ট স্কোয়াডে ফিরেছেন বাঁ হাতি রিস্ট স্পিনার কুলদীপ যাদবও। ইংল্যান্ড সফরের আগে নতুন সফর শুরু করলেন কুলদীপ যাদব। ছেলেবেলার প্রেমই পরিণতি পেল। দীর্ঘ দিন আগে এক সাক্ষাৎকারে কুলদীপ জানিয়েছিলেন, সময় এলে খোলসা করবেন, কিন্তু কোনও বলিউড নায়িকাকে বিয়ে করবেন না, মজা করে সেটাই বলেছিলেন কুলদীপ।

আগামী ৮ জুন ভারতের তরুণ ব্যাটার তথা কুলদীপের সতীর্থ রিঙ্কু সিংয়েরও এনগেজমেন্ট হতে চলেছে। তার আগে বাগদান সেরে নিলেন কুলদীপও। লখনউতে একটি ঘরোয়া অনুষ্ঠানে এই বাগদান সারলেন কুলদীপ। পাত্রী বংশিকা তাঁর ছেলেবেলার বান্ধবী। ঘরোয়া অনুষ্ঠানে আত্মীয়দের পাশাপাশি অনেক ক্রিকেটার বন্ধু যেমন রিঙ্কু সিংও উপস্থিত ছিলেন।

কুলদীপ ও বংশিকা পরস্পরকে দীর্ঘদিন ধরেই চেনেন। বংশিকার বাবা জীবন বিমায় কর্মরত। তবে কুলদীপ কিংবা বংশিকা সোশ্যাল মিডিয়ায় সরকারি ভাবে এই ঘোষণা করেননি। তবে অনুষ্ঠানের নানা ছবি পোস্ট করে তাঁর বন্ধুরা শুভেচ্ছা জানাচ্ছেন। ঘনিষ্ঠ বন্ধুদের সূত্রেই খবর, ইংল্যান্ড থেকে ফিরেই আনুষ্ঠানিক ভাবে বিয়েও করবেন কুলদীপ।

কুলদীপের এনগেজমেন্ট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিঙ্কু সিংয়ের হবু স্ত্রী তথা সাংসদ প্রিয়া সরোজ। তিনিও নতুন কাপলের সঙ্গে ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।