IND vs AUS: সিরিজ জয়ের জন্য রোহিতদের সামনে ২৭০ রানের টার্গেট খাড়া করল অজিরা

India vs Australia, 3rd ODI: ১ ওভার অবধি বাকি থাকতেই ২৬৯ রান তুলে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া।

IND vs AUS: সিরিজ জয়ের জন্য রোহিতদের সামনে ২৭০ রানের টার্গেট খাড়া করল অজিরা
IND vs AUS: সিরিজ জয়ের জন্য রোহিতদের সামনে ২৭০ রানের টার্গেট খাড়া করল অজিরাImage Credit source: BCCI
Follow Us:
| Edited By: | Updated on: Mar 22, 2023 | 7:18 PM

চেন্নাই: রোহিত শর্মার ভারতের (India) বিরুদ্ধে তৃতীয় ওডিআই (ODI) ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করে স্টিভ স্মিথের অস্ট্রেলিয়া (Australia)। ডেভিড ওয়ার্নার একাদশে ফিরলেও ওপেনিংয়ে নামেননি। চিপকে তৃতীয় ওডিআইতে ট্রাভিস হেড ও মিচেল মার্শ জুটি ওপেন করে। শুরুটা ভালোই করেছিল অজিরা। ১০ ওভার অবধি কোনও উইকেট পাননি ভারতীয় বোলাররা। এরপর ক্যাঙ্গারুদের প্রথম ধাক্কা দেন হার্দিক পান্ডিয়া। সেই শুরু এরপর মাঝে মধ্যে উইকেট হারালেও শেষ অবধি ৪৯ ওভার অবধি খেলে অজিরা। ১ ওভার অবধি বাকি থাকতেই ২৬৯ রান তুলে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। সিরিজ জয়ের জন্য ভারতের টার্গেট ২৭০। অস্ট্রেলিয়ার ইনিংসের বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।

মিচেল মার্শ ও ট্রাভিস হেড জুটিতে ওঠে ৬৮ রান। ১১ ওভারের পঞ্চম বলে হার্দিক পান্ডিয়া তুলে নেন হেডের (৩৩) উইকেট। অজি অধিনায়ক স্টিভ স্মিথকে রানের খাতা খোলারই সুযোগ দেননি হার্দিক। গোল্ডেন ডাক হয়ে মাঠ ছাড়েন স্মিথ। এরপর ১৫তম ওভারে সেট হয়ে যাওয়া মিচেল মার্শের উইকেট ছিটকে দেন হার্দিক। নিজের তিন ওভারে তিনটি উইকেট নিয়ে ক্যাঙ্গারুদের চাপে ফেলে দেন ভারতীয় অলরাউন্ডার।

বর্ডার-গাভাসকর ট্রফির মাঝপথে চোট পেয়ে দেশে ফিরে গিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। তারপর ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম দুই ওডিআই ম্যাচে খেলেননি ওয়ার্নার। তৃতীয় ম্যাচে ক্যামেরন গ্রিনের জায়গায় তিনি সুযোগ পান। কিন্তু ব্যাট হাতে সেই অর্থে দাগ কাটতে ব্যর্থ ওয়ার্নার। ২৫তম ওভারে ওয়ার্নারকে (২৩) ড্রেসিংরুমের রাস্তা দেখান কুলদীপ যাদব। ২৯তম ওভারে মার্নাস লাবুশেনের (২৮) উইকেট হারায় অস্ট্রেলিয়া। এরপর মার্কাস স্টইনিস ও অ্যালেক্স ক্যারি জুটি বাঁধেন। নিয়মিত ব্যবধানে উইকেট হারানোর ধাক্কা সামলে স্টইনিস-ক্যারি জুটিতে ওঠে ৫৮ রান। ৩৭ ওভারে মার্কাসকে (২৫) ফেরান অক্ষর। ৩৯তম ওভারে ক্যারির উইকেট তুলে নেন কুলদীপ। ততক্ষণে অজিরা দলগত দু’শো রানের গণ্ডি পেরিয়ে গিয়েছে।

অজিদের ক্রমাগত চাপ দিতে থাকেন জাডেজা-সামিরা। ৪৫ ওভারের শেষ বলে অক্ষর প্যাটেল তুলে নেন শন অ্যাবটের (২৬) উইকেট। পরের ওভারেই মহম্মদ সিরাজ তুলে নেন অ্যাস্টন অ্যাগারের (১৭) উইকেট। ৪৯তম ওভারের শেষ বলে শেষ উইকেটটি তুলে নেন সিরাজ। ১ ওভার বাকি থাকতেই গুটিয়ে যায় অজিদের ইনিংস। ভারতের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন কুলদীপ যাদব ও হার্দিক পান্ডিয়া। ২টি করে উইকেট নিয়েছেন অক্ষর প্যাটেল ও মহম্মদ সিরাজ।