AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ind vs WI Series : স্বঘোষিত গুরুর পদতলে তারকা ক্রিকেটার! চমকে উঠল নেটমাধ্যম

Kuldeep Yadav : জাতীয় দলের তারকা ক্রিকেটার কুলদীপ যাদবকে দেখা গিয়েছে বাগেশ্বর ধাম সরকার মন্দিরে। সেখানকার আচার্য ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর পায়ের সামনে বসে হাতজোড়া করে বসে থাকতে দেখা গিয়েছে কুলদীপকে।

Ind vs WI Series : স্বঘোষিত গুরুর পদতলে তারকা ক্রিকেটার! চমকে উঠল নেটমাধ্যম
Image Credit: Twitter
| Edited By: | Updated on: Jul 07, 2023 | 5:32 PM
Share

কলকাতা : হঠাৎ করেই দেব-দ্বিজে ভক্তি বেড়ে গিয়েছে জাতীয় দলের তারকা স্পিনার কুলদীপ যাদবের (Kuldeep Yadav)। প্রায়ই মন্দির, আশ্রমে দেখা যাচ্ছে তাঁকে। ক্যারিবিয়ান সফরের দল ঘোষণার আগে কুলদীপ গিয়েছিলেন বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরে।  এ বার তাঁকে দেখা গেল স্বঘোষিত ও বিতর্কিত গুরু বাগেশ্বর ধাম মহারাজ বলে পরিচিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর শরণে। মধ্যপ্রদেশের ছত্তরপুর জেলায় বাগেশ্বর ধাম সরকার (Bageshwar Dham Sarkar) মন্দির রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ সফরে সীমিত ওভারে দল ঘোষণার পর সেখানেই কি ছুটে গিয়েছিলেন কুলদীপ? ভারতীয় দলের নিয়মিত সদস্য নন কুলদীপ যাদব। ক্যারিবিয়ান সফরে ওডিআই এবং টি-২০ সিরিজের স্কোয়াডে সুযোগ পেয়েছেন তিনি। দলে ফিরতে পেরে বেজায় খুশি কুলদীপ আশীর্বাদ নিতে পৌঁছে যান বাবা বাগেশ্বর মহারাজের শরণে। TV9 Bangla Sports-এর বিশেষ প্রতিবেদনে জেনে নিন বিস্তারিত।

কুলদীপের ছবিগুলি বাগেশ্বর ধাম সরকারের টুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়েছে। মোট তিনটে ছবি। তার মধ্যে একটিতে হাত জোড় করে ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর চরণতলে বসে থাকতে দেখা হিয়েছে কুলদীপকে। সম্প্রতি দিল্লির পটপড়গঞ্জ এলাকায় ধীরেন্দ্র শাস্ত্রীর ধর্মসভার আয়োজন করা হয়েছিল। সেখানে পৌঁছে যান কুলদীপ। পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “ভারতীয় ক্রিকেটের স্পিনের জাদুকর এবং পূজনীয় সরকারের প্রিয়য় সন্তান কুলদীপ যাদব ধামে এসেছেন। পূজনীয় সরকারের জন্মোৎসব পালন করে তাঁর আশীর্বাদ নিয়েছেন।” স্বঘোষিত গুরু ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর লাখো ভক্ত। কুলদীপের মতো বিখ্যাত মানুষরাও রয়েছেন সেই তালিকায়। বাগেশ্বর মহারাজ ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী নিজেও ক্রিকেট খেলতে ভালোবাসেন।

ভারতীয় দল বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে রয়েছে। তবে কুলদীপের রওনা দেওয়ার সময় এখনও আসেনি। ওডিআই সিরিজ শুরু হচ্ছে ২৭ জুলাই থেকে। তার আগে ব্রায়ান লারার দেশের বিমান ধরবেন জাতীয় দলের চায়নাম্যান বোলার। ৩ অগস্ট থেকে শুরু হচ্ছে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ।