MLC 2023: MLC-তে লজ্জার নজির নাইটদের, ৫০ রানে অল আউট নারিনরা

MI New York vs Los Angeles Knight Riders: মেজর লিগ ক্রিকেটে নাইটদের হার অব্যহত। এমআই নিউ ইয়র্কের বিরুদ্ধে ৫০ রানে অল আউট হয়ে লজ্জার নজির গড়ল শাহরুখ খানের দল।

MLC 2023: MLC-তে লজ্জার নজির নাইটদের, ৫০ রানে অল আউট নারিনরা
MLC 2023: MLC-তে লজ্জার নজির নাইটদের, ৫০ রানে অল আউট নারিনরাImage Credit source: Los Angeles Knight Riders Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jul 17, 2023 | 12:47 PM

কলকাতা: আলাদা আলাদা ফ্র্যাঞ্চাইজি লিগ, কিন্তু দলের ভাগ্য যেন একই। কথা হচ্ছে মেজর লিগ ক্রিকেটের (Major League Cricket) টিম লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সকে (Los Angeles Knight Riders) নিয়ে। চলতি এমএলসিতে মুখোমুখি হয়েছিল আইপিএলের দুই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির দল। মুম্বই ইন্ডিয়ান্সের এমআই নিউ ইয়র্ক (MI New York) আর নাইট রাইডার্সের টিম লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। সেই ম্যাচে লজ্জার নজির গড়েছে নাইটরা। মাত্র ৫০ রানেই গুটিয়ে গিয়েছে এলএকেআর। এই নিয়ে মার্কিন মুলুকের নতুন টি-২০ লিগে টানা দ্বিতীয় ম্যাচে হারল নাইটরা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

নাইটদের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এমআই নিউ ইয়র্ক। প্রথমে ব্যাটিং করে ৮ উইকেট হারিয়ে ১৫৫ রান তোলে কায়রন পোলার্ডের দল। ব্যাট হাতে সবচেয়ে নজর কাড়েন টিম ডেভিড। মাত্র ২১ বলে ৪৮ রানের অপরাজিত ইনিংস উপহার দেন ডেভিড। নাইটদের হয়ে ২টি করে উইকেট পান কর্নে ড্রাই, অ্যাডাম জাম্পা ও আলি খান। ১টি উইকেট নেন লকি ফার্গুসন। প্রসঙ্গত নাইট বোলাররা মুম্বই ভিত্তিক এই টিমকে অতিরিক্ত ২৩ রান দিয়েছিলেন। ফলে মুম্বইয়ের ব্যাটাররা ১৩২ রান তোলেন নিজেদের থেকে।

টি-২০ ক্রিকেটে ১৫৬ রান তাড়া করাটা কঠিন নয়। একাধিক টিম দু’শোর বেশি রান তাড়া করে টি-২০ ক্রিকেটে জিতেছে। ফলে, যে টিমে আন্দ্রে রাসেল, মার্টিন গাপ্টিলের মতো ক্রিকেটাররা রয়েছেন সেই টিমের কাছে ১২০ বলে ১৫৬ রান খুব কঠিন ছিল না। কিন্তু এমআই নিউ ইয়র্কের বোলাররা নাইটদের এই কাজটাই কঠিন করে দেয়। প্রথম ওভার থেকেই ধাক্কা খেতে থাকে নাইটরা। শূন্যে ফেরেন লস অ্যাঞ্জেলসের ওপেনার মার্টিন গাপ্টিল। রাইলি রোসো করেন ২, নীতীশ কুমার ০, জসকরন মালহোত্রা ৫। গত ম্যাচে রান পাওয়া আন্দ্রে রাসেলের ব্যাট এ দিন চলেনি। এমআই ক্যাপ্টেন কায়রন পোলার্ড তাঁর উইকেট তুলে নেন। দ্রে রাস করেন ২। অধিনায়ক সুনীল নারিন বল হাতে ব্যর্থ হওয়ার পর ব্যাটিংয়েও রান পাননি। তিনি করেন ২। নাইট রাইডার্সের হয়ে একমাত্র ২ অঙ্কের রান করেন ওপেনার উন্মুক্ত চন্দ (২৬)। মাত্র ১৩.৫ ওভারের মাথায় গুটিয়ে যায় নাইটরা। স্কোরবোর্ডে তখন নাইটদের ৫০ রান। এ বারের এমএলসির সবচেয়ে কম রান এটিই। নাইটরা অতিরিক্ত ২৩ রান এমআইকে দিলেও, পোলার্ডের দল মাত্র ৩ রান এক্সট্রা দিয়েছে লস অ্যাঞ্জেলসকে।