
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দীর্ঘ সময় মুম্বই ইন্ডিয়ান্স টিমে রয়েছেন অর্জুন তেন্ডুলকর। এ মরসুমে অবশ্য খেলার সুযোগ হয়নি এখনও। মুম্বই ইন্ডিয়ান্স বোলিং লাইন আপে জসপ্রীত বুমরা, ট্রেন্ট বোল্ট, দীপক চাহাররা রয়েছেন। সঙ্গে পেস বোলিং অলরাউন্ডার ক্য়াপ্টেন হার্দিক পান্ডিয়ার কথাও ভুললে চলবে না। শুরুর দিকে জসপ্রীত বুমরা না থাকায় অশ্বিনী কুমারের মতো তরুণ পেসারও সুযোগ পেয়েছেন। ফলে অর্জুন তেন্ডুলকর সুযোগ পাবেন না, এ কথা বলা যায় না। প্লে-অফ নিশ্চিত হলে পেসারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের দিকে যেতেই পারে মুম্বই ইন্ডিয়ান্স। তখন হয়তো সুযোগ পেতে পারেন অর্জুন। এরই মাঝে ‘ভবিষ্যতের কিংবদন্তি’ তকমা পেলেন সচিন-পুত্র অর্জুন তেন্ডুলকর।
দীর্ঘ সময় মুম্বই টিমে থাকলেও ২০২৩ সালে অবশেষে আইপিএলে অভিষেক হয়েছিল অর্জুন তেন্ডুলকরের। অভিষেক আইপিএলে ৪ ম্যাচ খেলানো হয়েছিল অর্জুনকে। তাঁর বোলিংয়ে আরও উন্নতির প্রয়োজন ছিল। গত মরসুমে মাত্র এক ম্যাচে সুযোগ পান। এ মরসুমে প্রথম সুযোগের অপেক্ষায়। প্রস্তুতিতে জান লড়িয়ে দিচ্ছেন অর্জুন। শুধু তাই নয়, কিংবদন্তি পেসারদের থেকে পরামর্শও পাচ্ছেন। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েরও হাত ভালো।
কয়েক দিন আগে যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং মন্তব্য করেছিলেন, যুবরাজের কাছে ট্রেনিং নিলে তাঁকে গেইল বানিয়ে দেবেন। সেটা সম্ভব কি না, সময়ই বলবে। তবে বোলিংয়ের ক্ষেত্রে কিংবদন্তি জাহির খানের থেকে পরামর্শ পেয়েছেন অর্জুন। আইপিএলের পর মুম্বই প্রিমিয়ার লিগও রয়েছে। ছ’বছর পর ফিরছে এই টুর্নামেন্ট। শুরুর দিকে খেলেছিলেন অর্জুন। ব্যাটিং-বোলিংয়ে নজর কেড়েছিলেন। যদিও ঘরোয়া ক্রিকেটে মুম্বই ছেড়ে গোয়ায় পাড়ি দিয়েছিলেন অর্জুন। তিনি আবারও ফেরেন কি না, সে দিকেও নজর থাকবে।
জাহির খানের সঙ্গে অর্জুনের একটি ভিডিয়ো পোস্ট করেছিল লখনউ সুপার জায়ান্টস। সেখানেই অর্জুনকে ‘ভবিষ্যতের কিংবদন্তি’ তকমা দেওয়া হয়েছে। অনেক ক্রিকেটারের ক্ষেত্রেই দেখা যায়, তাদের শুরুটা হয় অনেক দেরিতে। আর সেই শুরুটা খুবই ভালো জায়গায় নিয়ে যায়। অর্জুনের ক্ষেত্রেও কি তেমন কিছুই হবে?
Lessons today, legends tomorrow 💙 pic.twitter.com/wyZokDpdBl
— Lucknow Super Giants (@LucknowIPL) April 26, 2025