Lok Sabha Speaker’s XI vs Rajya Sabha Chairman’s XI: অনুরাগ ঠাকুরকে ক্লিন বোল্ড করলেন রিজিজু, তবুও পেলেন না উইকেট, দেখুন ভিডিয়ো

Dec 15, 2024 | 4:29 PM

Watch Video: যক্ষা সম্পর্কে সচেতনতা বাড়াতে সাংসদদের মধ্যে একটি ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ আয়োজিত হয়েছিল। সেখানে সাংসদদের দুটি দলে বিভক্ত করা হয়েছিল। একটির নাম লোকসভা স্পিকার একাদশ। আর অপর দল হল রাজ্যসভা চেয়ারম্যান একাদশ।

Lok Sabha Speakers XI vs Rajya Sabha Chairmans XI: অনুরাগ ঠাকুরকে ক্লিন বোল্ড করলেন রিজিজু, তবুও পেলেন না উইকেট, দেখুন ভিডিয়ো
লোকসভা স্পিকার একাদশ বনাম রাজ্যসভা চেয়ারম্যান একাদশ ম্যাচ
Image Credit source: PTI

Follow Us

নয়াদিল্লি: মেজাজে ব্যাট-বল চালাচ্ছেন সাংসদরা। না পার্লামেন্ট কক্ষে নয়। এ লড়াই হল বাস্তবে। দিল্লির মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়ামে ব্যাট-বল নিয়ে নেমে পড়লেন সাংসদরা। যক্ষা সম্পর্কে সচেতনতা বাড়াতে সাংসদদের মধ্যে একটি ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ আয়োজিত হয়েছিল। সেখানে সাংসদদের দুটি দলে বিভক্ত করা হয়েছিল। একটির নাম লোকসভা স্পিকার একাদশ। যার ক্যাপ্টেন ছিলেন প্রাক্তন ক্রীড়া, যুব বিষয়ক মন্ত্রী এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর। আর অপর দল হল রাজ্যসভা চেয়ারম্যান একাদশ। এই টিমের নেতৃত্বের ব্যাটন সামলান কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু। এই ম্যাচে অনুরাগ ঠাকুরকে আউট করেন রিজিজু। কিন্তু সেখানেও টুইস্ট। আউট হয়েও আউট হননি তিনি। নেপথ্যে কারণ? এই ম্যাচ জিতলই বা কোন দল? জানুন বিস্তারিত।

মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে অনুরাগ ঠাকুরের নেতৃত্বাধীন লোকসভা স্পিকার একাদশ ৭৩ রানে হারিয়েছে রাজ্যসভা চেয়ারম্যান একাদশ টিমকে। এই ম্যাচ চলাকালীন সাংসদদের বেশ মজা করতে দেখা যায়। এই ম্যাচে ঘটেছে একটি মজার ঘটনাও। যেখানে লোকসভা স্পিকার টিমের ক্যাপ্টেন অনুরাগ ঠাকুরকে বোল্ড আউট করেন প্রতিপক্ষ টিমের ক্যাপ্টেন কিরেণ রিজিজু। কিন্তু তারপরও রিজিজুর খাতায় অনুরাগের উইকেট আসেনি। কী ভাবে এমনটা সম্ভব হল?

সোশ্যাল মিডিয়ায় এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে কিরেণ রিজিজু বোল্ড আউট করেছেন অনুরাগ ঠাকুরকে। তিনি এরপর মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন। সেই সময় আম্পায়ার জানান, ডেলিভারিটি নো বল ছিল। ফলে অনুরাগের উইকেট নিজের নামে করতে পারেননি রিজিজু। এই ম্যাচে লোকসভা স্পিকারকে জেতানোর নেপথ্যে অনুরাগ ঠাকুরের বড় অবদান রয়েছে। তাঁর ব্যাটে এসেছে ১১১ রান। এই ম্যাচে একঝাঁক সাংসদের পাশাপাশি ব্যাট হাতে দেখা গিয়েছে লোকসভার স্পিকাপ ওম বিড়লাকেও।

ম্যাচ শুরুর আগে অনুরাগ ঠাকুর বলেন, ‘যক্ষ্মা একটি মারাত্মক রোগ। যক্ষ্মা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া সরকার, সমাজ এবং সংসদ সদস্যদের সম্মিলিত দায়িত্ব। সংসদের এই শীতকালীন অধিবেশন চলাকালীন, আমরা সংসদ সদস্যরা সংকল্প নিয়েছি যক্ষা নিয়ে সচেতনতা ছড়িয়ে দেব। সেই লক্ষ্যে যক্ষামুক্ত ভারত গড়তে সাংসদরা ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ খেলছেন।’ অনুরাগের পাশাপাশি কিরেণ রিজিজু জানান, খেলাধুলার মাধ্যমে মানুষের মধ্যে প্রাণশক্তি ভরিয়ে দেওয়ার জন্য এই সচেতনতা প্রচার কার্য চালানো। তাঁর কথায়, ‘আমাদের মন্ত্র যক্ষা মুক্ত ভারত ও ফিট ইন্ডিয়া মুভমেন্ট।’

 

Next Article