AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2022: দীর্ঘমেয়াদি সাফল্যতেই ফোকাস লখনউ মালিক সঞ্জীব গোয়েঙ্কার

Lucknow Super Gaints: লোকেশ রাহুল, মার্কাস স্টোইনিস, রবি বিষ্ণোইয়ের মতো ক্রিকেটারদের নিয়েছে লখনও। অলরাউন্ডার ক্রিকেটারদের দিকেই ফোকাস বেশি টিম ম্যানেজমেন্টের। সঞ্জীব বলছেন, 'চেষ্টা করছি এমন প্লেয়ারদের নিতে, যারা নানা ভূমিকায় অভ্যস্ত।

IPL 2022: দীর্ঘমেয়াদি সাফল্যতেই ফোকাস লখনউ মালিক সঞ্জীব গোয়েঙ্কার
মেগা নিলামের জন্য তৈরি হচ্ছে লখনউ। Pics Courtesy: Twitter
| Edited By: | Updated on: Jan 25, 2022 | 8:16 PM
Share

নয়াদিল্লি: আইপিএলে (IPL 2022) পা রেখেই চমকে দেওয়া লক্ষ্য নয়। বরং দীর্ঘমেয়াদি সাফল্যের খোঁজে নামতে চায় লখনউ সুপার জায়েন্ট (Lucknow Super Gaints)। সেই কারণেই এমন প্লেয়ার নেওয়া হচ্ছে, যাঁরা আগামী তিন-চার বছর টিমকে ধারাবাহিক ভাবে টানতে পারেন। টিমের ভারসাম্যের কথা ভেবে সিনিয়র-জুনিয়র ক্রিকেটার নেওয়া হয়েছে। আর সেই কথাই তুলে ধরছেন আরপিএসজি গ্রুপের (RPSG Group) চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)।

সঞ্জীব বলছেন, ‘দীর্ঘমেয়াদি সাফল্য পাওয়ার ক্ষেত্রে আমরা কোনও কিছুর সঙ্গে সমঝোতা করব না। স্বপ্লমেয়াদি ভাবনা নেই সেই কারণে। আর তাই আমরা এমন একটা টিম তৈরি করছি, যারা ধারাবাহিক ভাবে সাফল্য দেবে। এটা নিয়ে কোনও সন্দেহ নেই যে, প্রথম বছরেই সাফল্য যাতে পাওয়া যায়, সেই চেষ্টা করব। কিন্তু নজরটা থাকবে ভবিষ্যতের দিকে। ৩-৪ বছর টিমকে দিতে চাই।’

লোকেশ রাহুল, মার্কাস স্টোইনিস, রবি বিষ্ণোইয়ের মতো ক্রিকেটারদের নিয়েছে লখনও। অলরাউন্ডার ক্রিকেটারদের দিকেই ফোকাস বেশি টিম ম্যানেজমেন্টের। সঞ্জীব বলছেন, ‘চেষ্টা করছি এমন প্লেয়ারদের নিতে, যারা নানা ভূমিকায় অভ্যস্ত। তবে ব্যাপারটা যখন ক্রিকেট, তখন স্পেশালিস্ট বোলার ও ব্যাটার দরকার। যে তিনকে আমরা আপাতত নিয়েছি, তাতে আমি সন্তুষ্ট। স্টোইনিস আমাকে অনেকগুলো মেসেজ পাঠিয়ে বলেছেন, অলরাউন্ডার হিসেবে ও নিজেকে মেলে ধরতে মুখিয়ে আছে। রবি তরুণ ক্রিকেটার। ওর ভবিষ্যত্‍ আছে। আর আমি ব্যক্তিগত ভাবে রাহুলের ভক্ত। ওর মাথা ঠান্ডা। খুব হিসেবি, ভীষণ কার্যকরী ক্রিকেটার।’

টিম গোছানোর জন্য আইপিএলের মেগা নিলামে যে অনেক হিসেব করে নামতে হবে, তা ভালোই বুঝতে পারছেন লখনওয়ের মালিক। সঞ্জীবের কথায়, ‘পরিকল্পনা নিয়ে গেলেও তা যে সফল হবে, জোর দিয়ে বলা যাবে না। তার কারণ, সব টিমই অন্যান্য টিমগুলোর মতো একই পরিকল্পনা নিয়ে টিম বানাতে নামবে। আর তাই প্ল্যান এ সফল না হলে বি কিংবা সি রাখতে হবে।’

আরও পড়ুন : IPL 2022: আইপিএল আয়োজন করতে বিসিসিআইকে প্রস্তাব দক্ষিণ আফ্রিকা বোর্ডের