
টি-টোয়েন্টি ফর্ম্যাট থেকে এ বার লাল বলে। কয়েক দিনের ব্যবধানে পুরোপুরি সব বদল। সদ্য এশিয়া কাপ খেলেছে ভারতীয় দল। সব ম্যাচ জিতে চ্যাম্পিয়ন। রেকর্ড নয়বার ট্রফি ভারতের। আর কাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ। ইংল্যান্ড সফর থেকে ভারতের টেস্ট ক্যাপ্টেন হয়েছেন শুভমন গিল। ঘরের মাঠে ক্যাপ্টেন হিসেবে প্রথম টেস্ট সিরিজ খেলতে চলেছেন। আমেদাবাদে প্রথম টেস্ট। আইপিএলের সৌজন্যে শুভমন গিলের মাঠও বলা যায়। ক্য়াপ্টেন হিসেবে প্রথম হোম সিরিজে কেমন পিচ প্রত্যাশা শুভমন গিলের? সাংবাদিক সম্মেলনে জানালেন সেটাই।
ভারতের মাটিতে টেস্ট মানেই স্পিন সহায়ক পিচ হবে, এখন আর পরিস্থিতি তা নয়। ভারতীয় পেসারদের ধারাবাহিক পারফরম্যান্সের কারণে এখন গ্রিনটপও হয়ে থাকে। আমেদাবাদের পিচেই নাকি সবুজ ভর্তি! প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের এক ক্রিকেটার তো মন্তব্য করেছেন, এমন গ্রিনটপ প্রত্যাশা করেননি। যদিও গত দুটি হোম সিরিজের পরিস্থিতি দেখলে, প্রথম টেস্টে ব্যাটিং সহায়ক পিচও হতে পারে। স্পিনাররা পরের দিকে সহযোগিতা পাবেন। ক্যাপ্টেন শুভমন গিল অবশ্য বলছেন, ব্যাটার-বোলার উভয়েই সাহায্য পাবেন, এমন পিচই চান।
আমেদাবাদে ম্যাচের আগের সাংবাদিক সম্মেলনে শুভমন গিল বলেন, ‘এখানে আসার আগে ক্যাপ্টেন হিসেবে কী কথা হয়েছে, তা বলতে পারছি না। তবে এটুকু বলতে পারি, এমন পিচে খেলাই পছন্দ করব, যেখানে ব্যাটার-বোলার উভয়েই সহযোগিতা পাবে। এ ছাড়াও বলতে চাই, যে দলই ভারতে খেলতে আসুক, তারা একটা বিষয় ভালো করেই জানে, স্পিনের বিরুদ্ধে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। পাশাপাশি এটাও জানে, এখানকার পিচে কিন্তু রিভার্সসুইংও সামলাতে হবে।’ ইঙ্গিতটা যেন দিয়েই দিলেন শুভমন। অর্থাৎ সবুজের আভা থাকলেও আদতে ড্রাই পিচেরই সম্ভাবনা বেশি।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দু-ম্যাচের টেস্ট সিরিজের স্কোয়াড-শুভমন গিল (ক্যাপ্টেন), যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, দেবদত্ত পাড়িক্কাল, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাডেজা (ভাইস ক্যাপ্টেন), ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরা, অক্ষর প্যাটেল, নীতীশ কুমার রেড্ডি, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ, কুলদীপ যাদব, নারায়ণ জগদীশন