Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tilak Verma: তিলকের রিটায়ার্ড আউট নিয়ে চরম বিতর্ক, এ সিদ্ধান্ত আত্মঘাতী গোলের মতো? MI কোচ শোনালেন…

মুম্বইয়ের ইনিংসের ১৯তম ওভারের শেষে তিলক রিটায়ার্ড আউট হওয়ার পর মিচেল স্যান্টনার মাঠে নামেন। তিলককে কেন তুলে নেওয়া হয়েছিল? এই প্রশ্ন সকলের মনে জেগেছিল। ম্যাচ শেষে মুম্বই দলের হেড কোচ মাহেলা জয়বর্ধনে ও হার্দিক তাঁদের ব্যাখ্যা দিয়েছেন।

Tilak Verma: তিলকের রিটায়ার্ড আউট নিয়ে চরম বিতর্ক, এ সিদ্ধান্ত আত্মঘাতী গোলের মতো? MI কোচ শোনালেন...
তিলক ভার্মাImage Credit source: X
Follow Us:
| Updated on: Apr 05, 2025 | 2:40 PM

কলকাতা: একানা স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্স হারার পর আলোচনায় ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), তরুণ তুর্কি তিলক ভার্মা (Tilak Verma)। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মুম্বইয়ের ইনিংসের ১৯তম ওভারের শেষে তিলক মাঠ থেকে বেরিয়ে যান। রিটায়ার্ড আউট হয়ে। ২৩ বলে ততক্ষণে তিনি ২৫ রান করেছিলেন। ম্যাচের শেষ ওভারে হঠাৎ আউট না হয়েও কেন তাঁকে ফিরতে হল ড্রেসিংরুমে? ম্যাচ শেষে মুম্বই ইন্ডিয়ান্সের কোচ ও ক্যাপ্টেন তা নিয়ে বাখ্যা করেছেন। তবে ক্রিকেট মহলে বলাবলি হচ্ছে, এই সিদ্ধান্ত কার্যত আত্মঘাতী গোলের মতো।

মুম্বইয়ের ইনিংসের ১৯তম ওভারের শেষে তিলক রিটায়ার্ড আউট হওয়ার পর মিচেল স্যান্টনার মাঠে নামেন। তিলককে কেন তুলে নেওয়া হয়েছিল? এই প্রশ্ন সকলের মনে জেগেছিল। ম্যাচ শেষে মুম্বই দলের হেড কোচ মাহেলা জয়বর্ধনে বলেন, ” তিলক ভালোই ব্যাট করছিল। যখন আমরা স্কাইয়ের উইকেটে হারালাম আর পার্টনারশিপটা ভেঙে গেল তখন তিলক আরও রান তোলার চেষ্টা করেছিল। কিন্তু ও পারছিল না। আমরা অপেক্ষা করছিলাম যে, ও হয়তো পিচে একটু সময় কাটালে পরের দিকে হাত খুলে খেলতে পারবে। কিন্তু ও খুব চাপ অনুভব করছিল। আমদের ওই সময় ম্যাচটা বার করতে পারবে তেমন একজন প্লেয়ার লাগত। ফলে পরিকল্পনামাফিক আমরা ওকে তুলে স্যান্টনারকে নামানোর সিদ্ধান্ত নিই। এটা সম্পূর্ণ ম্যাচের পরিস্থিতি অনুযায়ী একটা সিদ্ধান্ত। তার বাইরে আর কিছুই নয়।”

মুম্বইয়ের কোচের পাশাপাশি এই বিষয়ে দলের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া বলেছেন, “আমাদের কিছু বড় শটের প্রয়োজন ছিল। ও সেই মুহূর্তে পারছিল না। ক্রিকেটে এমন কিছু কিছু দিন যায়, যখন চেষ্টা করলেও ব্যাটে রান  আসে না। এটা খুবই সাধারণ বিষয়। আমাদের আরও ভালো ক্রিকেট খেলতে হবে, সিদ্ধান্ত গুলো ভালো নিতে হবে, বোলিংয়ে দক্ষতা দেখাতে হবে।”

এই খবরটিও পড়ুন

আইপিএলের আরও খবর পড়তে ক্লিক করুন এই লিঙ্কে।