Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

LSG IPL 2025: ছিটকেই গেলেন পেসার, অলরাউন্ডার নিল ঋষভ পন্থের লখনউ

Lucknow Super Giants: লখনউয়ের একাধিক পেসারের চোট। মহসিন খান যেমন ছিটকেই গেলেন। তেমনই আবেশ খান, এক্সপ্রেস গতির পেসার মায়াঙ্ক যাদবেরও চোট রয়েছে। তাদের ঠিক কবে থেকে পাওয়া যাবে, নিশ্চিত নয়।

LSG IPL 2025: ছিটকেই গেলেন পেসার, অলরাউন্ডার নিল ঋষভ পন্থের লখনউ
Image Credit source: X
Follow Us:
| Updated on: Mar 23, 2025 | 5:07 PM

পরিস্থিতি তৈরি হয়েছিল। লখনউ সুপার জায়ান্টস গত কয়েক দিন ধরেই ভাবনা চিন্তাও শুরু করে দিয়েছিল। অবশেষে সরকারি ঘোষণা হয়েই গেল। আইপিএলের মেগা অকশনে অবিক্রিত ছিলেন। গত কয়েক দিন ধরেই আলোচনা চলছিল, পরিবর্ত হিসেবে লখনউ সুপার জায়ান্টসে সুযোগ পেতে পারেন ভারতের অলরাউন্ডার শার্দূল ঠাকুর। এ দিন আইপিএলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, লখনউ সুপার জায়ান্টসে বাঁ হাতি পেসার মহসিন খানের পরিবর্ত হিসেবে যোগ দিয়েছেন শার্দূল।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে গত কয়েক মরসুম ধরেই খেলছেন শার্দূল ঠাকুর। গত সংস্করণে খেলেছেন চেন্নাই সুপার কিংসে। এ বার আর তাঁকে রিটেন করেনি। শুধু তাই নয়, মেগা অকশনে কোনও টিমই আগ্রহ দেখায়নি শার্দূল ঠাকুরকে নিয়ে। অথচ মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে একের পর দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন। সেটা রঞ্জি ট্রফিই হোক আর সাদা বলের ফরম্যাট। বিধ্বংসী ব্যাটিংয়ও করেছেন। তাঁর দল না পাওয়াটা অবাক করেছিল।

গত কয়েক দিন ধরেই লখনউ সুপার জায়ান্টসের প্র্যাক্টিসে দেখা গিয়েছে শার্দূলকে। শুধু তাই নয়, ঋষভ পন্থদের সঙ্গে রঙের উৎসবেও মেতেছিলেন। তখন থেকেই জোর জল্পনা ছিল, শার্দূল কি লখনউতে যোগ দিচ্ছেন? এ মরসুমে লখনউয়ের প্রথম ম্যাচ কাল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। দিল্লি তাদের হোম ম্যাচ খেলবে বিশাখাপত্তনমেও। টিমের সঙ্গে বিশাখাপত্তনম গিয়েছেন শার্দূলও।

লখনউয়ের একাধিক পেসারের চোট। মহসিন খান যেমন ছিটকেই গেলেন। তেমনই আবেশ খান, এক্সপ্রেস গতির পেসার মায়াঙ্ক যাদবেরও চোট রয়েছে। তাদের ঠিক কবে থেকে পাওয়া যাবে, নিশ্চিত নয়। শার্দূলকে সই করিয়ে শক্তি বাড়াল লখনউ সুপার জায়ান্টস।

আইপিএলের আরও খবর পড়তে ক্লিক করুন এই লিঙ্কে।