MPL 2025 Jersey Unveils: মধ্যপ্রদেশ টি-টোয়েন্টি লিগের জার্সি উন্মোচন, ১২ জুন শুরু টুর্নামেন্ট
Madhya Pradesh League: গত বছর শুরু হয়েছিল মধ্যপ্রদেশ প্রিমিয়ার লিগ। দ্বিতীয় সংস্করণের সরকারি ভাবে ঢাকে কাঠি পড়ে গেল। এ দিন উদ্বোধন হল জার্সি। সঙ্গে আরও বড় ঘোষণা। পুরুষদের লিগে টিম বাড়ল, তেমনই শুরু হচ্ছে মহিলাদের ক্রিকেট লিগও।

দেশে এখন আইপিএলের আবহ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনাল ৩ জুন। আইপিএলের মাধ্যমে সারা দেশ থেকেই নতুন প্রতিভা উঠে আসে। তেমনই বিভিন্ন রাজ্য সংস্থার উদ্যোগেও এমন লিগ হয়। সেখান থেকে অনেক প্লেয়ারই আইপিএলের মঞ্চে সুযোগ পান। হয়তো পরবর্তীতে তাঁরা দেশের হয়েও খেলার সুযোগ পাবেন। মধ্যপ্রদেশের ক্রিকেটার রজত পাতিদারই যেমন! আইপিএলে আরসিবির ক্যাপ্টেন। তেমনই অনেক ক্রিকেটারই আইপিএলে সুযোগ পান। গত বছর শুরু হয়েছিল মধ্যপ্রদেশ প্রিমিয়ার লিগ। দ্বিতীয় সংস্করণের সরকারি ভাবে ঢাকে কাঠি পড়ে গেল। এ দিন উদ্বোধন হল জার্সি। সঙ্গে আরও বড় ঘোষণা। পুরুষদের লিগে টিম বাড়ল, তেমনই শুরু হচ্ছে মহিলাদের ক্রিকেট লিগও।
টানা দ্বিতীয় বার এই টুর্নামেন্টের ম্যাচগুলি হবে গোয়ালিয়রের শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া স্টেডিয়ামে। এ দিন এক জমকালো অনুষ্ঠানে টুর্নামেন্টের ১০ ফ্র্যাঞ্চাইজির জার্সি উন্মোচন হল। পুরুষ ও মহিলা উভয় দলের জার্সিতেই চমক দেওয়া হয়েছিল। মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থার তত্ত্বাবধানে গোয়ালিয়র স্টেডিয়ামে জার্সি উন্মোচন অনুষ্ঠান হয়। ক্রিকেট সংস্থার কর্তা এবং বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টিমের কর্তাদের পাশাপাশি মধ্যপ্রদেশের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন এই জমকালো অনুষ্ঠানে।
মধ্যপ্রদেশ প্রিমিয়ার লিগের উদ্বোধনী সংস্করণে পুরুষদের ক্রিকেটে পাঁচটি দল অংশ নিয়েছিল। এবার টিম সংখ্যা বাড়িয়ে সাত করা হয়েছে। দুটি নতুন টিম বুন্দেলখণ্ড এবং চম্বল অঞ্চল যুক্ত করা হয়েছে। শুধু তাই নয়, এবার মেয়েদের ক্রিকেটেও উন্নতিতে নজর। যে কারণে মধ্যপ্রদেশ লিগে মহিলা তিন দলের টুর্নামেন্টও হবে। সব মিলিয়ে মোট দশ দলের টুর্নামেন্ট।
জার্সি উন্মোচনে টুর্নামেন্টের চেয়ারম্যান মহার্যমান সিদ্ধিয়া বলেন, ‘জার্সি উন্মোচনের মাধ্যমে টুর্নামেন্টের একটা আবহ তৈরি হয়ে যায়। আলাদা একটা উন্মাদনা তৈরি হয়। এবারও তার অন্যথা হবে না। রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে ক্রিকেটের নতুন প্রতিভা তুলে আনতে এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। এ বছর আমরা শুধু টিম বাড়িয়েছি তাই নয়, মেয়েদের লিগও শুরু করছি। এর থেকেই পরিষ্কার বার্তা যা, আমরা সর্বোপরি ক্রিকেটের উন্নতিতে কাজ করতে চাই।’
গোয়ালিয়র জেলা ক্রিকেট সংস্থার সভাপতি প্রশান্ত মেহতা বলেন, ‘আমাদের রাজ্যের বিভিন্ন অঞ্চলে ইতিমধ্যেই এই টুর্নামেন্ট নিয়ে উন্মাদনা শুরু হয়ে গিয়েছে। টিমের জার্সিতে প্রত্যেকটা অঞ্চলের নিজস্ব ছাপ থাকছে। আমরা আশাবাদী, উদ্বোধনী মরসুমের মতোই এই টুর্নামেন্ট সমস্ত ক্রিকেট প্রেমীদের আনন্দ দেবে এবং নতুন ক্রিকেট প্রতিভাও উঠে আসবে।’
পুরুষদের লিগের টিম- গোয়ালিয়র চিতাস, ভোপাল লেপার্ডস, জব্বলপুর রয়্যাল লায়ন্স, রেবা জাগুয়ার্স, ইন্দোর পিঙ্ক প্যান্থার্স, চম্বল ঘড়িয়াল্স, বুন্দেলখণ্ড বুলস
মেয়েদের লিগের টিম- চম্বল ঘড়িয়াল্স, ভোপাল উলভস, বুন্দেলখণ্ড বুলস
