মুম্বই: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T-20 World Cup) পর রবি শাস্ত্রীর (Ravi Shastri) জায়গায় কে বসবেন তা নিয়ে এখন বিস্তর আলোচনা চলছে। শোনা যাচ্ছে, শাস্ত্রীর জায়গায় ফের কোহলিদের হেডস্যার হতে পারেন অনিল কুম্বলে (Anil Kumble)। চর্চায় রয়েছে ভিভিএস লক্ষ্মণের (VVS Laxman) নামও। ভারতীয় ক্রিকেট দলের মসনদে বসার জন্য মাহেলা জয়বর্ধনেকেও (Mahela Jayawardhane) অফার করেছিল বোর্ড। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) অফার নাকি ফিরিয়ে দিয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক।
এই মুহূর্তে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) কোচ জয়বর্ধনে। সূত্রের খবর, কুম্বলেকে প্রস্তাব দেওয়ার আগে জয়বর্ধনেকে প্রস্তাব দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআইয়ের (BCCI) অফার ফিরিয়ে দেন মাহেলা। তিনি জানান, শ্রীলঙ্কা ক্রিকেট দলের কোচ হওয়ার ইচ্ছে রয়েছে তাঁর। তাই এখনই কোহলিদের দায়িত্ব নিতে চান না। আইপিএলে (IPL) মুম্বই ইন্ডিয়ান্সের কোচের পদেও রয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক। এখন ভারতের কোচ হলে, তাঁর বিরুদ্ধে স্বার্থ সংঘাতের অভিযোগও উঠবে। সেক্ষেত্রে ছাড়তে হবে মুম্বইয়ের কোচের পদ। ১৭ অক্টোবর থেকে শুরু টি-২০ বিশ্বকাপ। ভারত বিশ্বকাপ অভিযান শুরু করছে ২৪ তারিখ। টি-২০ বিশ্বকাপের পরই কোচের পদের জন্য বিজ্ঞপ্তি জারি করবে ভারতীয় বোর্ড।
উল্লেখ্য, ২০১৬ সালে বিরাটদের হেডস্যার করে আনা হয়েছিল অনিল কুম্বলেকে। সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, ভিভিএস লক্ষ্মণ- ৩ সদস্যের ক্রিকেট উপদেষ্টা কমিটি (তৎকালীন) সেই সময় অনিল কুম্বলেকে কোচ হিসেবে বেছে নেন। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের হারের পরই কোচের পদ থেকে ইস্তফা দেন কুম্বলে। এরপর কোচ হন রবি শাস্ত্রী। এখন দেখার শাস্ত্রী জমানা শেষ হওয়ার পর সেই আসনে কে বসেন।
আরও পড়ুন: সম্মান থাকতে থাকতে সরে যেতে হয়: রবি শাস্ত্রী