AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee on Richa Ghosh: বিশ্বজয়ী রিচাকে ‘বঙ্গভূষণ’ মুখ্যমন্ত্রীর, ক্রিকেটের নন্দনকাননে জমকালো সংবর্ধনা অনুষ্ঠানে আর কী বললেন মমতা?

Richa Ghosh: ক্রিকেটের নন্দনকাননে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বিশ্বকাপজয়ী রিচা ঘোষকে সংবর্ধনা দিয়েছে সিএবি। পাশাপাশি সক্কলকে চমকে দিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে রিচাকে বঙ্গভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে। কোনও চাপ না নিয়ে খোলা মনে রিচাকে খেলার পরামর্শ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee on Richa Ghosh: বিশ্বজয়ী রিচাকে 'বঙ্গভূষণ' মুখ্যমন্ত্রীর, ক্রিকেটের নন্দনকাননে জমকালো সংবর্ধনা অনুষ্ঠানে আর কী বললেন মমতা?
রিচাকে 'বঙ্গভূষণ' মমতার, ইডেনে জমকালো অনুষ্ঠানে কী বললেন মুখ্যমন্ত্রী?
| Updated on: Nov 08, 2025 | 6:28 PM
Share

কলকাতা: সোনার মেয়েকে শনি-সন্ধেয় সোনায় বরণ করা হল ইডেন গার্ডেন্সে। বাংলার একমাত্র মেয়ে রিচা ঘোষ (Richa Ghosh) বিশ্বকাপ জিতেছে। ক্রিকেটের নন্দনকাননে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উপস্থিতিতে বিশ্বকাপজয়ী রিচা ঘোষকে সংবর্ধনা দিয়েছে সিএবি। পাশাপাশি সক্কলকে চমকে দিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে রিচাকে বঙ্গভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে। কোনও চাপ না নিয়ে খোলা মনে রিচাকে খেলার পরামর্শ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এই সংবর্ধনা অনুষ্ঠানে আর কী কী বললেন মমতা, জেনে নিন বিস্তারিত।

রাজ্য সরকারের পক্ষ থেকে রিচার জন্য একগুচ্ছ পুরস্কার

ইডেনে সংবর্ধনা অনুষ্ঠানে রিচাকে প্রথমে উত্তরীয় পরিয়ে দেন মমতা। এরপর ক্রীড়া দফতর ও পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী বিশ্বজয়ী বাংলার গর্ব রিচাকে পরিয়ে দেন সোনার চেন। এরপর রিচার হাতে বঙ্গভূষণ ট্রফিও তুলে দেন। রাজ্য পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট পদে নিয়োগ করা হয়েছে।

প্রত্যাশা বাড়ল, ওকে প্রেশার দেওয়া চলবে না: মমতা

মুখ্যমন্ত্রী রিচার পরিশ্রম ও কীর্তির জন্য তাঁকে শুভেচ্ছা জানাতে গিয়ে বলেন, “ঝুলনরা যেমন ক্রিকেটের জন্য জীবন পাত করেছে, একটুর জন্য ওরা যে জায়গায় পৌঁছতে পারেনি, রিচারা সেই জায়গায় পৌঁছেছে। যিনি ওকে সিলেক্ট করেছেন, শ্যামা দেবী তাঁকে অনেক ধন্যবাদ। দলের সকলকে ধন্যবাদ জানাই ও শ্রদ্ধা জ্ঞাপন করি। ভারতের মহিলা ক্রিকেট টিমের কোচ, সহকারী কোচ, রিচার বন্ধুবান্ধব ও বাবা-মা সকলকে অভিনন্দন জানাই। রিচাকে নিয়ে প্রত্যাশা আমাদের সকলের থাকবে, কিন্তু ওর উপর মেন্টাল প্রেশার দেব না আমরা। ধীরে ধীরে ও সব করুক। ওকে ওর ইচ্ছেপূরণ করতে দিন।”

রিচাকে সংবর্ধনা প্রদানের মঞ্চ থেকে মমতা আরও বলেন, “আমি চাই মেয়েরা এগিয়ে যাক। আমাদের মেয়েরা ফুটবলও খেলে ভাল। সুইমিং ভাল করে। আর্চারি অ্যাকাডেমিতে জঙ্গলমহলের ছেলে-মেয়েরা ভাল করছে। আমি বিশ্বাস করি আর্চারি অ্যাকাডেমিতে বাংলার ছেলে-মেয়েরা একদিন বিশ্বের সেরা হবে।”