বক্সিং ডে টেস্টে বিশেষ পুরস্কার ঘোষণা ক্রিকেট অস্ট্রেলিয়ার
মেলবর্নে বক্সিং ডে টেস্টে, ম্যাচের সেরা ক্রিকেটারকে দেওয়া হবে একটি বিশেষ পুরস্কার। ঘোষণা ক্রিকেট অস্ট্রেলিয়ার।
TV9 বাংলা ডিজিটাল – অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্টে ভারতকে ধরাশায়ী করে হারিয়েছে অস্ট্রেলিয়া। প্রথম টেস্টে দাপুটে জয়ের পর থেকেই সিরিজ জয়, এমনকি হোয়াইট ওয়াশের স্বপ্নও দেখা শুরু করেছে টিম পেইনের দল। অন্যদিকে টিম ইন্ডিয়া খুঁজে চলছে ম্যাজিক স্টিক। দুমড়ে যাওয়া মানসিকতা থেকে বেরিয়ে এসে অস্ট্রেলিয়াকে পাল্টা আক্রমণের রাস্তায় হাঁটাতে চাইছে রাহানের দল।
Mullagh’s impact on the 1868 tour of the UK:
✅ 45 matches ✅ 1698 runs (71 innings) ✅ 1877 overs bowled (831 maidens) ✅ 257 wickets @ 10 ✅ 4 stumpings
Mullagh also played in the 1866 Boxing Day match at the @MCG, and worked for the MCC in 1869/70 season! pic.twitter.com/fXk7WK2VI6
— Cricket Australia (@CricketAus) December 21, 2020
সব মিলে মেলবর্নে বক্সিং ডে টেস্ট (boxing day test) নিয়েও উন্মাদনা তুঙ্গে। আরও সেই উন্মাদনার মাঝেই নতুন ঘোষণা অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের (Cricket Australia)। মেলবোর্ন টেস্টে যে ক্রিকেটার ম্যাচের সেরা হবে তাঁর জন্য অপেক্ষা করছে একটি বিশেষ পুরস্কার। প্রাক্তন অস্ট্রেলিয়া অধিনায়কের নামাঙ্কিত, মুলাঘ মেডেল (mullagh medel) দেওয়া হবে ম্যাচের সেরাকে। সেই মেডেলের ছবিও প্রকাশ করা হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে।
আরও পড়ুন – পরিকল্পনা কোথায়? সতীর্থদের প্রশ্ন কোহলির
জনি মুলাঘ (Jonny Mullagh) অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক। তাঁর নেতৃত্বেই অস্ট্রেলিয়ার কোনও দল প্রথমবার বিদেশে খেলতে গিয়েছিল। সালটা ১৮৬৮। ইংল্যান্ড সফরে গিয়ে সেবার ৪৫টি টেস্ট ম্যাচ খেলেছিল অস্ট্রেলিয়া। অলরাউন্ডার মুলাঘের পারফরম্যান্সও ছিল নজর কাড়া। সেই সফরে ১৮৭৭ রান করার পাশাপাশি ২৫৭টি উইকেট নিয়েছিলেন প্রাক্তন অজি অধিনায়ক। তাঁকে সম্মান জানাতেই এবারের বক্সিং ডে টেস্টে মুলাঘ মেডেল দেওয়ার সিদ্ধান্ত ক্রিকেট অস্ট্রেলিয়ার।