IND A vs AUS A: অজিদের বিরুদ্ধে ফাইফার জাডেজার ব্যাকআপের! হতাশ করলেন সিরাজ-কৃষ্ণ

Indian Cricket News: একটা উত্তর হতে পারেন অক্ষর প্যাটেল। তবে অক্ষরকে সব ফর্ম্যাটে খেলাতে হলে ওয়ার্কলোডেও নজর দিতে হবে। বিকল্প হতে পারেন আর এক তরুণ। মানব সুথার। বাঁ হাতি স্পিন বোলিং অলরাউন্ডার। অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে অনবদ্য বোলিংয়ে ক্রমশ জাতীয় দলের দিকে মানব।

IND A vs AUS A: অজিদের বিরুদ্ধে ফাইফার জাডেজার ব্যাকআপের! হতাশ করলেন সিরাজ-কৃষ্ণ
Image Credit source: UPCA

Sep 23, 2025 | 6:46 PM

আন্তর্জাতিক টি-টোয়েন্টির পাশাপাশি টেস্ট ক্রিকেটকেও বিদায় জানিয়েছেন বিরাট কোহলি। তেমনই অনূর্ধ্ব স্কোয়াড থেকে তাঁর সতীর্থ রবীন্দ্র জাডেজাও দেশের জার্সিতে সংক্ষিপ্ত ফর্ম্যাটে অবসর নিয়েছেন। বিরাট শুধুমাত্র ওয়ান ডে ক্রিকেটে থাকলেও জাডেজা দুই ফর্ম্যাটে রয়েছেন। তবে একটা সময় তাঁকেও সরে দাঁড়াতে হবে। বাঁ হাতি স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে জাডেজার পর কে? এই প্রশ্নের একটা উত্তর হতে পারেন অক্ষর প্যাটেল। তবে অক্ষরকে সব ফর্ম্যাটে খেলাতে হলে ওয়ার্কলোডেও নজর দিতে হবে। বিকল্প হতে পারেন আর এক তরুণ। মানব সুথার। বাঁ হাতি স্পিন বোলিং অলরাউন্ডার। অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে অনবদ্য বোলিংয়ে ক্রমশ জাতীয় দলের দিকে মানব।

ঘরের মাঠে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে দুটি মাল্টি ডে ম্যাচ খেলছে ভারতীয় দল। প্রথম বেসরকারি টেস্ট ড্র হয়েছিল। সেই ম্যাচে ব্যাটারদের দাপট দেখা গিয়েছিল। হতাশ করেছিলেন ক্য়াপ্টেন শ্রেয়স আইয়ার। দ্বিতীয় বেসরকারি টেস্ট শুরু হয়েছে। কথামতোই এই ম্যাচে খেলছেন টেস্ট স্কোয়াডের দুই গুরুত্বপূর্ণ সদস্য লোকেশ রাহুল ও মহম্মদ সিরাজ। শ্রেয়সের অনুপস্থিতিতে নেতৃত্ব দিচ্ছেন কিপার ব্য়াটার ধ্রুব জুরেল। সব ঠিক থাকলে আগামী কাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের স্কোয়াড ঘোষণা হবে। তার আগে সিরাজ-কৃষ্ণদের পারফরম্যান্স অবশ্য হতাশ করল।

দ্বিতীয় বেসরকারি টেস্টে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারত এ দলের ক্যাপ্টেন ধ্রুব জুলের। মহম্মদ সিরাজ ১ উইকেট নিলেও ওভার প্রতি দিয়েছেন প্রায় ৬ রান। অন্য দিকে প্রসিধ কৃষ্ণার ইকোনমিও সাড়ে ৪। লাল-বলের ক্রিকেটে যা ভালো বলা যায় না। প্রথম দিন ৮৪ ওভারের খেলা হয়েছে। এর মধ্যে ৯ উইকেট হারিয়ে ৩৫০ রান তুলেছে অস্ট্রেলিয়া এ দল। জ্যাক এডওয়ার্ডস ও জশ ফিলিপি বিধ্বংসী ব্যাটিং করেন। শেষ উইকেট জুটিও চাপে রাখছে ভারতকে। প্রথম দিনের বড় প্রাপ্তি মানব সুথারের বোলিং। সিরাজ ও কৃষ্ণকে দিয়ে যথাক্রমে ১৪ ও ১৩ ওভার বোলিং করানো হয়। মানব করেছেন ২৮ ওভার! নিয়েছেন পাঁচ উইকেট। ইকোনমিও প্রশংসনীয়। দ্বিতীয় দিন নজরে থাকবে সাই সুদর্শন ও দেবদত্ত পাড়িক্কালের ব্যাটিং।