UAE T20 League: আমিরশাহি টি-টোয়েন্টি লিগে টিম কিনলেন ম্যাঞ্চেস্টারের মালিক

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 02, 2021 | 1:52 PM

ছয় টিমের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ হবে আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে। আয়োজক এমিরেটস ক্রিকেট বোর্ড। সেই লিগে টিম কেনার পর ক্রিকেটমহল স্বাগত জানিয়েছে অ্যাভ্রামকে।

UAE T20 League: আমিরশাহি টি-টোয়েন্টি লিগে টিম কিনলেন ম্যাঞ্চেস্টারের মালিক
UAE T20 League: আমিরশাহি টি-টোয়েন্টি লিগে টিম কিনলেন ম্যাঞ্চেস্টারের মালিক (ছবি-টুইটার)

Follow Us

দুবাই: অবশেষে ক্রিকেটে পা দিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)। আইপিএলে (IPL) টিম কেনার জন্য দরপত্র তুলেছিল লেন্সার ক্যাপিটাল। কিন্তু শেষ পর্যন্ত দুই টিম কেনার বিডে আরপিএসজি ভেঞ্চার্স ও আইরেলিয়া কোম্পানির সামনে দাঁড়াতে পারেনি তারা। শেষ পর্যন্ত আমিরশাহি টি-টোয়েন্টি লিগে (UAE T20 League) টিম কিনল ল্যান্সার ক্যাপিটাল। ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবের কো-চেয়ারম্যান অ্যাভ্রাম গ্লেজারের (Avram Glazer) ক্রিকেটে পা দেওয়ার স্বপ্নপূরণ হল।

ছয় টিমের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ হবে আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে। আয়োজক এমিরেটস ক্রিকেট বোর্ড। সেই লিগে টিম কেনার পর ক্রিকেটমহল স্বাগত জানিয়েছে অ্যাভ্রামকে। আমিরশাহি বোর্ডের কর্তা খালিদ আল জারুনি বলেছেন, ‘গ্লেজারকে আমিরশাহি টি-টোয়েন্টি পরিবারে স্বাগত জানাচ্ছি। ইসিবি ক্রিকেট বোর্ডের বিজনেস মডেল যে তাঁর পছন্দ হয়েছে, টিম কেনাই তা প্রমাণ করে। দীর্ঘমেয়াদি ভিত্তিতে উনি ক্রিকেটে পা দিয়েছেন।’

অ্যাভ্রাম গ্লেজারও টিম কিনে উচ্ছ্বসিত। ‘আমিরশাহির টি-টোয়েন্টি লিগের অংশ হতে পেরে ভালো লাগছে। একটা বিশ্বমানের লিগ হতে চলেছে। ক্রিকেট যে আগামী দিনে দারুণ একটা জায়গায় গিয়ে পৌঁছবে আমিরশাহিতে, তারও প্রতিশ্রুতি পাওয়া যাচ্ছে।’

২০০৫ সাল থেকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কো-চেয়ারম্যান হলেও অন্যান্য খেলাতেও বিনিয়োগ রয়েছে লেন্সার ক্যাপিটালের। সুপার বোলের চ্যাম্পিয়ন ট্যাম্পা বে বুকানির্সেরও মালিক। ক্রিকেট বিশেষ করে টি-টোয়েন্টি ফর্ম্যাট যে ভাবে দুনিয়া জুড়ে জনপ্রিয়তা পেতে শুরু করেছে, সে দিকে নজর রেখেই এই খেলাতে পা দিতে চলেছিলেন গ্লেজার। আর তাই তাঁর প্রথম পছন্দ ছিল আইপিএল। কিন্তু সেখানে বড় সংস্থাগুলোর দৌড়ে হেরে গিয়েছিলেন তিনি। তখন থেকেই আমিরশাহি লিগের দিকে নজর ছিল তাঁর।

ইসিবির (ECB) সচিব মুবাসশির উসমানি বলেছেন, ‘গ্লেজারের মতো ক্রীড়া জগতের কিংবদন্তি মালিক আমিরশাহি টি-টোয়েন্টি লিগে পা দেওয়ায় আমরা অত্যন্ত খুশি হয়েছি। এই লিগ যে ক্রিকেটে বিনিয়োগকারীদের জন্য দারুণ একটা সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। গ্লেজারের এই প্রচেষ্টায় জুড়ে যাওয়ার অর্থই হল, ফুটবলের বিপুল সমর্থকদের ক্রিকেটের দিকে টেনে আনা। এই সম্ভাবনার দিকটা কিন্তু কোনও লিগই এর আগে তুলে ধরতে পারেনি।’

আরও পড়ুন: Premier League: সালাহর জোড়া গোলে মার্সিসাইড ডার্বিতে এভার্টনকে হারাল লিভারপুল

Next Article