Premier League: সালাহর জোড়া গোলে মার্সিসাইড ডার্বিতে এভার্টনকে হারাল লিভারপুল

গুডিসন পার্কে প্রিমিয়ার লিগে (Premier League) মার্সিসাইড ডার্বিতে এভার্টনকে (Everton) ৪-১ গোলে হারাল লিভারপুল (Liverpool)। রেডসদের হয়ে জোড়া গোল রয়েছে মিশরের রাজপুত্রর। ইপিএলে (EPL) টানা তিন ম্যাচে ৪টি গোল করেছে ক্লপের দল। ১৪ ম্যাচের ৯টিতে জয়, ৪টিতে ড্র ও ১টিতে হেরে ৩১ পয়েন্ট নিয়ে লিগ তালিকার তিন নম্বরে রয়েছেন মহম্মদ সালাহরা। আর্সেনাল, সাউদাম্পটন ও এভার্টনকে লিগের ম্যাচে পরপর হারিয়ে জয়ের হ্যাটট্রিক করে ফেলল রেডসরা।

| Edited By: | Updated on: Dec 02, 2021 | 1:14 PM
ম্যাচের বয়স যখন মাত্র ৯ মিনিট তখন রবার্টসনের পাস থেকে গোল করে লিভারপুলকে এগিয়ে দেন জর্ডান হেন্ডারসন (Jordan Henderson)।

ম্যাচের বয়স যখন মাত্র ৯ মিনিট তখন রবার্টসনের পাস থেকে গোল করে লিভারপুলকে এগিয়ে দেন জর্ডান হেন্ডারসন (Jordan Henderson)।

1 / 5
নিজে গোল করার ১০ মিনিট পরই হেন্ডারসন এক নিখুঁত পাস দেন সালাহকে। ১৯ মিনিটে স্কোরলাইন ২-০ করেন মিশরের রাজপুত্র মহম্মদ সালাহ (Mohamed Salah)।

নিজে গোল করার ১০ মিনিট পরই হেন্ডারসন এক নিখুঁত পাস দেন সালাহকে। ১৯ মিনিটে স্কোরলাইন ২-০ করেন মিশরের রাজপুত্র মহম্মদ সালাহ (Mohamed Salah)।

2 / 5
ম্যাচের ৩৮ মিনিটে রিচার্লিসনের পাস থেকে এভার্টনের হয়ে এক গোল শোধ করেন দেমারাই গ্রে (Demarai Gray)।

ম্যাচের ৩৮ মিনিটে রিচার্লিসনের পাস থেকে এভার্টনের হয়ে এক গোল শোধ করেন দেমারাই গ্রে (Demarai Gray)।

3 / 5
৬৪ মিনিটে সালাহর দ্বিতীয় গোল। ফের ৩-১ এগিয়ে যায় রেডসরা।

৬৪ মিনিটে সালাহর দ্বিতীয় গোল। ফের ৩-১ এগিয়ে যায় রেডসরা।

4 / 5
৭৯ মিনিটে রবার্টসনের (Robertson) পাস থেকে লিভারপুলের হয়ে চতুর্থ গোলটি করেন দিয়োগো জোটা (Diogo Jota)।

৭৯ মিনিটে রবার্টসনের (Robertson) পাস থেকে লিভারপুলের হয়ে চতুর্থ গোলটি করেন দিয়োগো জোটা (Diogo Jota)।

5 / 5
Follow Us: