IPL 2022: আইপিএলে দল কিনতে আগ্রহ দেখাল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মালিক

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে দীর্ঘ দিন ধরেই যুক্ত গ্লেজার পরিবার। ২০০৫ সালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ২৮.৭ শতাংশ শেয়ার কেনেন ম্যালকম গ্লেজার। তিনি বেঁচে না থাকলেও তাঁর দুই ছেলে আব্রাম ও জোয়েল গ্লেজারই এখন ক্লাবের মালিক। সেই গ্লেজার পরিবারই (Glazer Family) এ বার আইপিএলে ভারতের দল কিনতে আগ্রহ দেখাল।

IPL 2022: আইপিএলে দল কিনতে আগ্রহ দেখাল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মালিক
দরপত্র তুলল ম্যান ইউয়ের মালিক। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Oct 21, 2021 | 1:23 PM

দুবাই: ভারতের ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United) সমর্থকদের জন্য সুখবর। আইপিএলে (IPL) আগ্রহ দেখাল রোনাল্ডোর (Cristiano Ronaldo) ক্লাব। সামনের বছর থেকেই ১০ দলের আইপিএল অনুষ্ঠিত হবে ভারতে। দলসংখ্যা ৮ থেকে বেড়ে হচ্ছে ১০।

আইপিএলে নতুন দল কেনার জন্য গত ২১ সেপ্টেম্বরই টেন্ডার ছেড়েছিল বোর্ড। দরপত্র তোলার সময়সীমাও পড়ে পিছিয়ে দেয় সৌরভের বোর্ড (BCCI)। ৫ অক্টোবর থেকে প্রথমে তা পিছিয়ে ১০ অক্টোবর করা হয়। পরে তা পিছিয়ে ২০ অক্টোবর করা হয়। সূত্রের খবর, আইপিএলে দল কিনতে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কর্ণধার আগ্রহ দেখাতেই সময়সীমা পিছিয়ে দেয় বোর্ড। বোর্ডের এক কর্তা সে খবর স্বীকারও করে নেন। দরপত্র তোলার জন্য কমপক্ষে ১০ লক্ষ টাকা খরচ করে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি দল।

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে দীর্ঘ দিন ধরেই যুক্ত গ্লেজার পরিবার। ২০০৫ সালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ২৮.৭ শতাংশ শেয়ার কেনেন ম্যালকম গ্লেজার। তিনি বেঁচে না থাকলেও তাঁর দুই ছেলে আব্রাম ও জোয়েল গ্লেজারই এখন ক্লাবের মালিক। সেই গ্লেজার পরিবারই (Glazer Family) এ বার আইপিএলে ভারতের দল কিনতে আগ্রহ দেখাল।

গ্লেজার পরিবারের পাশাপাশি আদানি গ্রুপ, আরপিজি গ্রুপ, জিন্দাল স্টিল, টরেন্ট ফার্মা, অরবিন্দ ফার্মা, হিন্দুস্তান টাইমস মিডিয়াও দরপত্র তুলেছে। আমদাবাদ, লখনউ, গুয়াহাটি, কটক, ইন্দোর, ধর্মশালার মধ্যে যে কোনও দুটো শহর থেকে নতুন দলকে আইপিএলে দেখা যেতে পারে।

আরও পড়ুন: Champions League: ছবিতে দেখুন চ্যাম্পিয়ন্স লিগে চেলসি-বায়ার্ন মিউনিখ-বার্সেলোনার ম্যাচের ফলাফল