Champions League: ছবিতে দেখুন চ্যাম্পিয়ন্স লিগে চেলসি-বায়ার্ন মিউনিখ-বার্সেলোনার ম্যাচের ফলাফল

চ্যাম্পিয়ন্স লিগের (Champions League) ম্যাচে বুধবার রাতে পর্তুগালের লিসবনে মুখোমুখি হয়েছিল বায়ার্ন মিউনিখ (Bayern Munich) ও বেনফিকা। ৪-০ ব্যবধানে বেনফিকাকে হারিয়েছে রবার্ট লেওয়ানডস্কিরা। অন্যদিকে স্ট্যামফোর্ড ব্রিজে গতবারের চ্যাম্পিয়ন চেলসির (Chelsea) মুখে নেমেছিল মালমো। সেই ম্যাচের স্কোরলাইন ৪-০। এইচ গ্রুপের ম্যাচে মালমোকে হারিয়ে তিন পয়েন্ট তুলে নিয়েছে থমাস তুচেলের ছেলেরা। ক্যম্প ন্যু-তে জেরার্ড পিকের একমাত্র গোলে ডায়নামো কিয়েভের বিরুদ্ধে জয় পেয়েছে লিও মেসির পুরনো দল বার্সেলোনা (Barcelona)।

| Edited By: | Updated on: Oct 21, 2021 | 10:18 AM
বেনফিকার (Benfica) বিরুদ্ধে বুধবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ৪-০ ব্যবধানে জিতেছে বায়ার্ন মিউনিখ।(ছবি-বায়ার্ন মিউনিখ টুইটার)

বেনফিকার (Benfica) বিরুদ্ধে বুধবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ৪-০ ব্যবধানে জিতেছে বায়ার্ন মিউনিখ।(ছবি-বায়ার্ন মিউনিখ টুইটার)

1 / 5
 বায়ার্ন মিউনিখের হয়ে জোড়া গোল করেছেন লেরয় সানে (Leroy Sane)। একটি গোল করেছেন রবার্ট লেওয়ানডস্কি (Robert Lewandowski)। এবং, রয়েছে প্রতিপক্ষের এভার্টন সোয়ারেসের একটি আত্মঘাতী গোল। (ছবি-বায়ার্ন মিউনিখ টুইটার)

বায়ার্ন মিউনিখের হয়ে জোড়া গোল করেছেন লেরয় সানে (Leroy Sane)। একটি গোল করেছেন রবার্ট লেওয়ানডস্কি (Robert Lewandowski)। এবং, রয়েছে প্রতিপক্ষের এভার্টন সোয়ারেসের একটি আত্মঘাতী গোল। (ছবি-বায়ার্ন মিউনিখ টুইটার)

2 / 5
মালমোকে (Malmo) ৪-০ গোলে হারিয়েছে গতবারের চ্যাম্পিয়ন চেলসি। (ছবি-চেলসি টুইটার)

মালমোকে (Malmo) ৪-০ গোলে হারিয়েছে গতবারের চ্যাম্পিয়ন চেলসি। (ছবি-চেলসি টুইটার)

3 / 5
ব্লুজদের হয়ে দুটি পেনাল্টি থেকে জোড়া গোল করেন জর্জিনহো (Jorginho), একটি করে গোল পেয়েছেন আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন (Andreas Christensen) ও কাই হার্ভাটজ (Kai Havertz)। (ছবি-চেলসি টুইটার)

ব্লুজদের হয়ে দুটি পেনাল্টি থেকে জোড়া গোল করেন জর্জিনহো (Jorginho), একটি করে গোল পেয়েছেন আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন (Andreas Christensen) ও কাই হার্ভাটজ (Kai Havertz)। (ছবি-চেলসি টুইটার)

4 / 5
জর্ডি অ্যালবার পাস থেকে বার্সোলেনার হয়ে ৩৬ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন জেরাড পিকে (Gerard Pique)। (ছবি-বার্সেলোনা টুইটার)

জর্ডি অ্যালবার পাস থেকে বার্সোলেনার হয়ে ৩৬ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন জেরাড পিকে (Gerard Pique)। (ছবি-বার্সেলোনা টুইটার)

5 / 5
Follow Us: