LSG, IPL 2023: সাড়ে ৭ কোটি! দাম শুনেই অজ্ঞান হয়ে গিয়েছিলেন ক্রিকেটারের স্ত্রী
Mark Wood: এ বারের আইপিএলে এখনও অবধি ২টো ম্যাচে খেলেছেন ইংল্যান্ডের তারকা মার্ক উড।

লখনউ: আইপিএল (IPL) মানেই ক্রিকেটারদের কাছে রাতারাতি কোটিপতি হওয়ার সুযোগ থাকে। নতুন প্রতিভার উঠে আসা, অভিজ্ঞতার ভান্ডার সবকিছুই রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। দেশের ক্রিকেটাররা তো বটেনই বিদেশের ক্রিকেটাররাও আইপিএলে খেলতে চান। অনেক বিদেশি ক্রিকেটার ভারতের কোটিপতি লিগের সঙ্গে যুক্ত। আইপিএলের নিলামে ভারতীয় ক্রিকেটারদের পাশাপাশি বিদেশি ক্রিকেটারদের ওপরও টাকার বৃষ্টি হয়ে থাকে। ৫ বছর পর আইপিএলে কামব্যাক হয়েছে ইংল্যান্ডের তারকা ক্রিকেটার মার্ক উডের (Mark Wood)। ২০২২ সালের আইপিএল নিলাম থেকে সাড়ে ৭ কোটি টাকা দিয়ে উডকে কিনেছিল লখনউ সুপার জায়ান্টস (LSG)। কিন্তু চোটের কারণে গত বারের আইপিএলে খেলা হয়নি উডের। এ বার তিনি খেলছেন সুপার জায়ান্টসের জার্সিতে। নিলামে যখন উড সাড়ে ৭ কোটি টাকা দর পেয়েছিলেন তখন, তাঁর স্ত্রী ভয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করাতে চেয়েছিলেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।
গত বছর যখন উডকে লখনউ কিনেছিল, তখন তাঁর দর জানতে পেরে মজা করে তাঁর স্ত্রী সারা উড বলেছিলেন তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করতে হবে। ২০২২ সালে এক ব্রিটিশ সংবাদমাধ্যমে উড বলেছিলেন, “আইপিএলে আমাকে কত টাকায় নেওয়া হচ্ছে, তা নিশ্চিত হয়ে যাওয়ার পর সারা (স্ত্রী) জানতে চায় যে, আমি কত পাউন্ড পাচ্ছি। আমা জানানোর পর ও বলে আমাদের হয়তো সব অ্যাকাউন্ট ফ্রিজ করতে হবে, যাতে এই অর্থ হাতছাড়া না হয়।” উড এ কথা জানাতে ভোলেননি যে তাঁর স্ত্রী মজা করেই এই কথাগুলো বলেছিল। গত বার গৌতম গম্ভীরের দল উডকে কিনলেও তাঁর আইপিএে খেলা হয়নি। এ বার তিনি খেলছেন। ছন্দেও রয়েছেন তিনি। এই ছন্দ ধরে রাখতে পারলে ধারাবাহিকভাবে তাঁকে লখনউয়ের একাদশে দেখা যেতে পারে বলেই মনে করছে ক্রিকেটমহল।
চলতি আইপিএলে এখনও অবধি লখনউয়ের জার্সিতে ২টি ম্যাচে খেলেছেন। দিল্লির বিরুদ্ধে লখনউয়ের প্রথম ম্যাচে উড ৫টি উইকেট নিয়েছিলেন। সেই ম্যাচে ৫০ রানে জিতেছিল লখনউ। দ্বিতীয় ম্যাচে চেন্নাইয়ের কাছে ১২ রানে হেরেছে লখনউ। সেই ম্যাচে উড নিয়েছিলেন ৩টি উইকেট। এ বারের আইপিএলে এখনও অবধি ৮টি উইকেট নিয়ে পার্পল ক্যাপের তালিকায় শীর্ষে রয়েছেন উড।
