AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2024: IPL শুরুর দু’সপ্তাহ আগে বিশাল ধাক্কা CSKতে, প্রায় পুরো মরসুম নেই ধোনির দলের মহাতারকা

CSK: আর ২ সপ্তাহ ৪ দিন পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৭তম সংস্করণের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। টুর্নামেন্ট শুরু হওয়ার সপ্তাহ দুয়েক আগে হঠাৎই খারাপ খবর চেন্নাই সুপার কিংসে। কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল এক কিউয়ি তারকা ক্রিকেটারকে হয়তো এ বারের আইপিএলের শুরুর দিকে পাবে না সিএসকে।

IPL 2024: IPL শুরুর দু'সপ্তাহ আগে বিশাল ধাক্কা CSKতে, প্রায় পুরো মরসুম নেই ধোনির দলের মহাতারকা
IPL 2024: IPL শুরুর ১৮ দিন আগে বড় ধাক্কা CSK-র, প্রায় পুরো মরসুম নেই ধোনির দলের এক তারকা
| Updated on: Mar 04, 2024 | 1:18 PM
Share

কলকাতা: দেখতে দেখতে এগিয়ে আসছে এ বারের আইপিএল (IPL) শুরু হওয়ার দিন। হাতে আর রয়েছে মাত্র ১৮দিন। তারপর শুরু হয়ে যাবে ক্রিকেট বিনোদনে ভরপুর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। টুর্নামেন্ট শুরু হওয়ার সপ্তাহ দুয়েক আগে হঠাৎই খারাপ খবর চেন্নাই সুপার কিংসে। কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল কিউয়ি তারকা ক্রিকেটার ডেভন কনওয়েকে হয়তো এ বারের আইপিএলের শুরুর দিকে পাবে না সিএসকে (CSK) এ বার অবশ্য ডেভন কনওয়ের যা আপডেট সামনে এসেছে, তাতে মহেন্দ্র সিং ধোনির সিএসকে সম্ভবত পুরো আইপিএলেই তাঁকে পাবে না। ডেভন কনওয়ের বাঁ হাতের বুড়ো আঙুলে চোট লেগেছিল। চলতি সপ্তাহে তাঁর অস্ত্রোপচার হতে পারে। আর তা হলে তাঁর সুস্থ হতে কমপক্ষে আট সপ্তাহ লাগবে। কিউয়ি ক্রিকেট বোর্ডের এই বিবৃতি স্বাভাবিকভাবেই চাপ বাড়াল সিএসকে শিবিরের।

কিউয়ি বোর্ড জানিয়েছে, বিশেষজ্ঞর পরামর্শ মেনে ডেভন কনওয়ের অস্ত্রোপচার প্রয়োজন হলে তা করানো হবে। তারপর তাঁর যদি সুস্থ হতে আট সপ্তাহ সময় লাগে, ততদিনে আইপিএল প্রায় শেষ হতে চলবে। তাই এ বারের আইপিএলে সিএসকে আর কনওয়ের সার্ভিস পাবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।

চোট সেরে ওঠার পরই সঙ্গে সঙ্গে কিউয়ি ক্রিকেটার ডেভন কনওয়ে মাঠে হয়তো নামতে পারবেন না। সেক্ষেত্রে আগে ভাগেই ইয়েলোব্রিগেডকে এ বারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জন্য তাঁদের ওপেনার বিকল্প বেছে নিতে হবে। সাধারণত আইপিএলে ঋতুরাজ গায়কোয়াজড ও ডেভন কনওয়ে সিএসকের হয়ে ওপেন করেন। কনওয়ে এই আইপিএল মরসুমে না খেলতে পারলে তাঁর জায়গায় হয়তো আর এক কিউয়ি ওপেনার রাচিন রবীন্দ্রকে ওপেনিংয়ে ঋতুর সঙ্গে দেখা যেতে পারে। গত বছর হওয়া ওডিআই বিশ্বকাপে ওপেন করতে নেমে সফল হয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত রাচিন রবীন্দ্র। ফলে ধোনির সিএসকে এ বারের আইপিএলে তাঁর উপর আস্থা রাখতেই পারে।