Mayank Yadav: রাজধানী এক্সপ্রেস মায়াঙ্ক যাদব কবে ফিরছেন? জানালেন কোচ…

IPL 2024, LSG: প্রথম দু-ম্যাচে গতির ঝড় তোলা মায়াঙ্ক মাত্র এক ওভার বোলিং করেছিলেন সেই ম্যাচে। গতি উঠেছিল মাত্র ১৪১ কিমি/ঘণ্টা। এরপরই মাঠ ছাড়েন। তখন থেকেই আশঙ্কা তৈরি হয় মায়াঙ্ক যাদবকে ঘিরে। ম্যাচ শেষে দলের সিনিয়র প্লেয়ার ক্রুনাল পান্ডিয়া জানিয়েছিলেন, চোট গুরুতর নয়। পরে অবশ্য লখনউ সুপার জায়ান্টস বিবৃতি দিয়ে জানায়, তাঁর সেরে উঠতে সময় লাগবে।

Mayank Yadav: রাজধানী এক্সপ্রেস মায়াঙ্ক যাদব কবে ফিরছেন? জানালেন কোচ...
Image Credit source: BCCI
Follow Us:
| Updated on: Apr 23, 2024 | 4:13 PM

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুর্দান্ত উত্থান এক্সপ্রেস গতির পেসার মায়াঙ্ক যাদবের। গত দু-বছর কেটেছে অপেক্ষায়। গত বছরই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অভিষেক হওয়ার কথা ছিল মায়াঙ্কের। যদিও প্রস্তুতি ম্যাচে চোট পেয়ে পুরোপুরি ছিটকে গিয়েছিলেন। এ বারের আইপিএলে অভিষেক ম্যাচেই ২৭ রান দিয়ে তিন উইকেট। পরের ম্যাচে ১৪ রান দিয়ে ৩ উইকেট। টানা দু-ম্যাচে সেরার পুরস্কার। কিন্তু কেরিয়ারের তৃতীয় আইপিএল ম্যাচেই অস্বস্তি।

গত ৭ এপ্রিল ঘরের মাঠে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচ ছিল লখনউ সুপার জায়ান্টসের। প্রথম দু-ম্যাচে গতির ঝড় তোলা মায়াঙ্ক মাত্র এক ওভার বোলিং করেছিলেন সেই ম্যাচে। গতি উঠেছিল মাত্র ১৪১ কিমি/ঘণ্টা। এরপরই মাঠ ছাড়েন। তখন থেকেই আশঙ্কা তৈরি হয় মায়াঙ্ক যাদবকে ঘিরে। ম্যাচ শেষে দলের সিনিয়র প্লেয়ার ক্রুনাল পান্ডিয়া জানিয়েছিলেন, চোট গুরুতর নয়। পরে অবশ্য লখনউ সুপার জায়ান্টস বিবৃতি দিয়ে জানায়, তাঁর সেরে উঠতে সময় লাগবে।

আজ অ্যাওয়ে ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামছে লখনউ সুপার জায়ান্টস। গত কয়েকদিন ধরেই প্রস্তুতি সারছেন মায়াঙ্ক যাদব। তাঁকে নিয়ে তাড়াহুড়ো করতে নারাজ টিম ম্যানেজমেন্ট। চেন্নাইয়ের বিরুদ্ধেও খেলানো হবে না। তবে বোলিং কোচ মর্নি মরকেল আশার কথা শোনালেন। ২৭ এপ্রিল ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে প্রত্যাবর্তন হতে পারে মায়াঙ্কের।

লখনউ সুপার জায়ান্টসের বোলিং কোচ মরকেল বলেন, ‘ওকে আমরা চেন্নাইয়ে আনিনি। বাড়তি কয়েকটা দিন সময় দিতে চেয়েছিলাম। সহকারী কোচ ল্যান্স ক্লুজনারের তত্ত্বাবধানে প্রশিক্ষণ নিচ্ছে মায়াঙ্ক। ও মাঠে নামার জন্য অনেকটাই প্রস্তুত। পরের ম্যাচে ওকে ফেরানোর বিষয়ে ভাবছি।’