AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

হিউজের স্মৃতি ফিরল অস্ট্রেলিয়ায়, মাথায় চোট পেয়ে হাসপাতালে স্যাম হার্পার

Big Bash League: উইকেটকিপার-ব্যাটার হার্পার টিমের সফল ক্রিকেটার। চলতি বিগ ব্যাশেও ফর্মে আছেন তিনি। চোট একদিকে যেমন চিন্তায় ফেলে দিয়েছে মেলবোর্ন ফ্র্যাঞ্চাইজিকে, তেমনই পরিবর্ত খুঁজে নিতে বাধ্য়ও হয়েছে। যে হেতু হাতে মাত্র ২৪ ঘণ্টা সময় রয়েছে, তাই পিটার হ্যান্ডসকম্বকে চটজলদি হার্পারের বদলি হিসেবে নেওয়া হয়েছে।

হিউজের স্মৃতি ফিরল অস্ট্রেলিয়ায়, মাথায় চোট পেয়ে হাসপাতালে স্যাম হার্পার
হিউজের স্মৃতি ফিরল অস্ট্রেলিয়ায়, মাথায় চোট পেয়ে হাসপাতালে স্যাম হার্পারImage Credit: X
| Edited By: | Updated on: Jan 05, 2024 | 6:08 PM
Share

মেলবোর্ন: ১০ বছর আগে চরম শোকে ডুবে গিয়েছিল ক্রিকেট। মাথায় বলের আঘাতে মৃত্যু হয়েছিল অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফিল হিউজের। সেই ভয়াবহ স্মৃতি আবার ফিরল ক্রিকেটে। সেই অস্ট্রেলিয়ার মাঠেই ছড়াল আতঙ্ক। বিগ ব্যাশ লিগে (Big Bash League) শনিবার মেলবোর্ন স্টার্সের খেলা সিডনি সিক্সার্সের বিরুদ্ধে। তার আগের দিন অর্থাৎ শুক্রবার প্র্যাক্টিসে মাথায় চোট পেয়ে হাসপাতালে ভর্তি হতে হল ২৭ বছরের ক্রিকেটার স্যাম হার্পারকে। এই খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে ক্রিকেট মহলে।

ঘটনা ঘটেছে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। মেলবোর্ন স্টার্সের প্র্যাক্টিস ছিল। নেটে ব্যাট করার সময় ক্রস হিট নিতে গিয়েছিলেন হার্পার। বল মিস করেন। তা গিয়ে সরাসরি গলার ঠিক পাশে গালে লাগে তাঁর। সঙ্গে সঙ্গে মাঠে পড়ে যান হার্পার। প্র্যাক্টিসেই উপস্থিত ছিলেন টিমের ডাক্তার ও অন্যান্য মেডিকেল স্টাফ। তাঁরা সঙ্গে সঙ্গে ছুটে আসেন। প্রাথমিক চিকিৎসার পর আর দেরি করেননি ডাক্তাররা। হার্পারকে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, চোট বেশ মারাত্মক। গভীর ভাবে কেটে গিয়েছে গালের অনেকটা। সেলাই পড়বে বেশ কিছু। হার্পারকে প্রাথমিক ভাবে দেখার পর আর ঝুঁকি নিতে চায়নি মেলবোর্ন স্টার্স। ফিল হিউজের ঘটনা হয়তো তাঁদেরও মনে পড়ে গিয়েছিল। টিমের তরফে বলা হয়েছে, আপাতত হাসপাতালেই থাকবেন তিনি। বেশ কিছু স্ক্যান করা হবে তাঁর। তবে আপাতত স্থিতিশীলই আছেন হার্পার।

উইকেটকিপার-ব্যাটার হার্পার টিমের সফল ক্রিকেটার। চলতি বিগ ব্যাশেও ফর্মে আছেন তিনি। চোট একদিকে যেমন চিন্তায় ফেলে দিয়েছে মেলবোর্ন ফ্র্যাঞ্চাইজিকে, তেমনই পরিবর্ত খুঁজে নিতে বাধ্য়ও হয়েছে। যে হেতু হাতে মাত্র ২৪ ঘণ্টা সময় রয়েছে, তাই পিটার হ্যান্ডসকম্বকে চটজলদি হার্পারের বদলি হিসেবে নেওয়া হয়েছে।