AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

KKR, IPL 2023: ফুলকো লুচি, মালাইকারি থেকে ভেটকি পাতুরি; নববর্ষের ভুরিভোজে ফার্গুসন-শার্দূলরা

Bengali New Year 2023: বাংলা নববর্ষে বাঙালি খাবার চেখে দেখলেন কেকেআর দলে খেলা ক্রিকেটাররা।

KKR, IPL 2023: ফুলকো লুচি, মালাইকারি থেকে ভেটকি পাতুরি; নববর্ষের ভুরিভোজে ফার্গুসন-শার্দূলরা
Image Credit: Twitter
| Edited By: | Updated on: Apr 15, 2023 | 8:36 PM
Share

কলকাতা: ১৪৩০ বঙ্গাব্দকে নিজেদের মতো করে স্বাগত জানিয়েছে এ রাজ্য। বাঙালির নববর্ষ। ধুতি-পাঞ্জাবি আর শাড়িতে সেজে ওঠার দিন। দুপুরে গেরস্থ বাড়ির হেঁশেলে ভালোমন্দ রান্না হওয়ার দিন। এমন একটা দিনে কলকাতায় থাকবেন আর বাঙালি স্পেশাল মেনু চেখে দেখবেন না তা কী করে হয়? কথা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স দলের (KKR)। কলকাতার দল হলেও দলটিতে বাঙালি খুঁজতে হলে দূরবীন নিয়ে বেরতে হবে। বাঙালি সেভাবে না থাকলেও কেকেআরের ভিনদেশি, ভিন রাজ্যের ক্রিকেটাররা নববর্ষের উৎসবে মাতলেন (IPL 2023)। সুস্বাদু খাবার ছাড়া উৎসব কীসের? তাই বাঙালি স্পেশাল থালি অর্ডার দিয়ে খেলেন কোচ চন্দ্রকান্ত পন্ডিত-সহ শার্দূল ঠাকুর, ফার্গুসনরা। পাতে কী কী ছিল? কেকেআরের নববর্ষ স্পেশাল মেনুর বিস্তারিত রইল TV9 Bangla Sportsর এই প্রতিবেদনে।

টিম হোটেলে কেকেআরের সদস্যদের জন্য নববর্ষ স্পেশাল লাঞ্চ তৈরি করা হয়েছিল। টেবল আলো করে বসেছিলেন কোচ চন্দ্রকান্ত পন্ডিত, লকি ফার্গুসন, শার্দূল ঠাকুর, এন জগদীশনরা। প্রথমেই সঞ্চালক প্রশ্ন করেন, এমন একটা বাঙালি খাবারের নাম বলুন যেটা আপনারা খেতে চান। সেটাই আপনাদের সামনে আনা হবে। শার্দূল বলে ওঠেন, “আমি চিংড়ি খেতে পছন্দ করি। এখানে মালাই প্রণের আইটেম সম্পর্কে শুনেছি।” বোঝাই গিয়েছে, চিংড়ির মালাইকারির কথা বলছেন তিনি। এরপর লকি ফার্গুসনের আবদার, মাটনের। তাঁর জন্য মাটন কষার আইটেম রাখা হয়। জগদীশন বলেন, শুনেছি এখানে অনেক রকম মাছ পাওয়া যায়। তাই মাছ খেতে চাইব। তাঁর আবদার মতো থালি সাজানো হয় ভেটকি পাতুরি দিয়ে। কোচ চন্দ্রকান্ত পন্ডিত বললেন, ‘মিষ্টি দইয়ের চেয়ে ভালো আর কিছু হয় না। আমার খুব ভালো লাগে।’ বলেই উড়ন্ত চুমু ছুঁড়ে দেন তিনি।

নববর্ষের প্রাক্কালে ঘরের মাঠে হার হজম করতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। নীতিশ রানা, রিঙ্কু সিংদের অর্ধশতরানের ইনিংস সত্ত্বেও সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে রানের পাহাড় টপকাতে পারেনি নাইটরা। রবিবার ফের একবার মাঠে নামছে কেকেআর। প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। ওয়াংখেড়ের মাঠে রোহিত শর্মাদের কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হবে কেকেআর টিমকে।