Shadab Khan: ‘মেসি ইংরেজি না বললে ঠিক আছে, আর আমাদের বেলায়…’, সতীর্থর পাশে দাঁড়িয়ে এক হাত নিলেন শাদাব খান
হঠাৎ কী এমন হল যে সতীর্থর পাশে দাঁড়াতে গিয়ে লিওনেল মেসির প্রসঙ্গ তুললেন পাকিস্তানের অলরাউন্ডার শাদাব খান?
নয়াদিল্লি: এক-দু’বার নয়, ইংরেজি বলতে গিয়ে একাধিকবার একাধিক পাকিস্তানের (Pakistan) ক্রিকেটারকে ট্রোলড হতে হয়েছে। পাকিস্তানের প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটাররা একাধিক বার ইংরেজিতে কথা বলতে গিয়ে হোঁচট খেয়েছেন। মাঝে মাঝে অনেক পাক ক্রিকেটার সোশ্যাল মিডিয়ায় ভুল ইংরেজিতে লিখে পোস্ট শেয়ারও করেন। যা নিয়ে নেটদুনিয়ায় কম হাসি-ঠাট্টা হয় না। অনেক পাক ক্রিকেটার রয়েছেন, যাঁরা ইংরেজি বলতে না পারলেও ভাঙাচোরা ইংরেজি বলে নেটিজ়েনদের ট্রোলের শিকার হয়েছেন। ক্রীড়াক্ষেত্রে এমন অনেকেই রয়েছেন যাঁরা ইংরেজি বলতে না পারলেও সারা বিশ্বে নিজেদের ছাপ রেখেছেন। তেমনই এক ক্রীড়াবিদ হলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি (Lionel Messi)। এ বার কাতার বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসির ইংরেজি বলতে না পারার কথা উল্লেখ করে শাদাব খান (Shadab Khan) তাঁর এক সতীর্থর পাশে দাঁড়ালেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
হঠাৎ কী এমন হল যে সতীর্থর পাশে দাঁড়াতে গিয়ে লিওনেল মেসির প্রসঙ্গ তুললেন শাদাব খান? আসল ঘটনা হল, সম্প্রতি সোশ্যাল মিডিয়া X এ নিজের কয়েকটি ছবি দিয়ে একটি পোস্ট করেছিলেন পাক তারকা অলরাউন্ডার শাদাব খান। সেই ছবির ক্যাপশনে শাদাব লেখেন, ‘মডেলিং স্কিল উন্নত হয়েছে? আমার সতীর্থদের থেকে শিখেছি।’
Mai sadqy jaon wari jaon apny yaar pa Maa Sha Allah nazar na lag jaye 😘 https://t.co/PShjcCnO8v
— Hassan Ali 🇵🇰 (@RealHa55an) August 18, 2023
শাদাবের ওই ছবিতে তাঁর সতীর্থ হাসান আলি প্রশংসা করে হিন্দিতে একটি কমেন্ট করেছিলেন। তা দেখে এক সমর্থক মাতৃভাষায় কমেন্ট করা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ওই সমর্থকের দাবি, পাক ক্রিকেট বোর্ডের উচিত তাঁদের ক্রিকেটারদের শিক্ষিত করা।
For God’s Sake @RealHa55an
You are an international cricketer…!!@TheRealPCBMedia @Rehan_ulhaq @TheRealPCB at least educate them how to use social media platforms https://t.co/68myw7Te7Y
— Ali Hasnain Shah🇵🇰 (@ali_hasnainshah) August 18, 2023
সতীর্থ হাসান আলির পাশে দাঁড়িয়ে শাদাব খান X এ লেখেন, ‘মেসি ইংরেজি না বললে ঠিক আছে। বিদেশি প্লেয়াররা ইংরেজিতে এ ভাবে কথা বললে ঠিক আছে। কিন্তু আমরা স্বাভাবিক থাকতে পারি না। অনেকে তাই আমরা নকল ব্যক্তিত্ব বানাই। আমার সংস্কৃতি কিংবা আমাদের নিয়ে মজা করায় কোনও লজ্জা নেই। আল্লাহ সবাইকে খুশি রাখুন। অন্যদের খুশিতেও সকলকে খুশি রাখুন।’
Messi english na bolay theek. Foreign players english mai aesi baat ker de theek. Laikin hmy chahe ke ham natural na rahe. Hum fake personality bna le. Bhai mujhe to apne culture ya mazak mai koi sharam nahi. Allah sab ko khush rakhay aur dosre ki khushi mai bhi khush rakhay. https://t.co/Ie1QiK3fB3
— Shadab Khan (@76Shadabkhan) August 19, 2023