Jasprit Bumrah: জসপ্রীত বুমরা কি এখনও অনিশ্চিত? চেন্নাই ম্যাচের শেষে কোচ দিলেন বড় আপডেট

MI, IPL 2025: এ বারের আইপিএলে রবিবার চিপকে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স সফর শুরু করেছে। এই ম্যাচে ইয়েলোব্রিগেডের কাছে হেরেছে এমআই।

Jasprit Bumrah: জসপ্রীত বুমরা কি এখনও অনিশ্চিত? চেন্নাই ম্যাচের শেষে কোচ দিলেন বড় আপডেট
জসপ্রীত বুমরা কি এখনও অনিশ্চিত? চেন্নাই ম্যাচের শেষে কোচ দিলেন বড় আপডেটImage Credit source: IPL Website

Mar 24, 2025 | 3:05 PM

কলকাতা: মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) শিবিরে কবে ফিরবেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)? এই প্রশ্নের সঠিক উত্তর মেলার অপেক্ষায় তাঁর অনুরাগীরা। আইপিএলের (IPL) শুরুতেই হারের ধাক্কা খেয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। মহেন্দ্র সিং ধোনির ইয়েলোব্রিগেডের কাছে হারতে হয়েছে। ওই ম্যাচের পর মুম্বই ইন্ডিয়ান্সের সহকারী কোচ পরশ মামব্রের কাছে প্রশ্ন রাখা হয়েছিল বুমরাকে নিয়ে। কেমন আছেন তারকা পেসার? ২২ গজে প্রত্যাবর্তন হবে কবে?

বুমরা ভারতীয় দলের এবং মুম্বই টিমের যেহেতু অন্যতম অস্ত্র, তাই তাঁকে নিয়ে কোনও ঝুঁকি নয়। এই প্রসঙ্গে পরশ বলেন, “ও ভালোই এগোচ্ছে। উন্নতিও হচ্ছে। এনসিএ থেকে যে তথ্য পেয়েছি, তাতে আমরা খুশি। আমি এখনই ওর ফেরার সময় নিয়ে কিছু বলছি না। আরও কিছুটা সময় লাগবে মনে হয়। তবে এটা আমি ম্যানেজমেন্ট টিমের উপর ছেড়ে দিচ্ছি। কারণ টিম ম্যানেজমেন্টের তারকারা এনসিএতে ওর সঙ্গে যোগাযোগ রেখেছে। ওরা বেশ খুশি।”

মুম্বই টিমের সত্যিই প্রয়োজন বুমরাকে। এই প্রসঙ্গে দলের সহকারী কোচ বলেন, “আমরা ওকে (জসপ্রীত বুমরা) নিশ্চিতভাবে টিমে চাই। অনেকগুলো বছর ধরে মুম্বই ইন্ডিয়ান্স টিমের বড় সদস্য ও। ফলে আমি অবশ্যই ওকে দলে চাই। ওর অগ্রগতিতে আমরা খুশি। এ বার দেখার বিষয়টা কোন দিকে এগোয়।”

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে জসপ্রীত বুমরা এখনও অবধি ১৩৩টি ম্যাচ খেলেছেন। তাতে নিয়েছেন ১৬৫টি উইকেট। তার মধ্যে ২ বার নিয়েছেন ৪টি উইকেট এবং ২ বার নিয়েছেন ৫টি করে উইকেট। এ বার দেখার তিনি কবে টিমে ফেরেন, এবং কখন মুম্বই দুর্ধ্বর্ষ জয় ছিনিয়ে নেয়।

আইপিএলের আরও খবর পড়তে ক্লিক করুন এই লিঙ্কে।