বেঙ্গালুরু: ৫ বারের আইপিএল (IPL) চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। নীতা আম্বানির দল বরাবরই নিলামের মঞ্চে অঙ্ক কষে দল গড়ে। এ বারও তাই। রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, কায়রন পোলার্ড, সূর্যকুমার যাদবকে আগেই রিটেনড করে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। ফলে আলাদা করে মার্কি ক্রিকেটার নেওয়ার ক্ষেত্রে সে ভাবে ঝাঁপায়নি মুম্বই। গতকালই ঈশান কিশানকে দলে নিতে মরিয়া ভাবে ঝাঁপায় নীতা আম্বানির দল। আর সেখানেই বাজিমাত। ১৫.২৫ কোটি টাকায় ঈশান কিশানকে দলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বইয়ের জার্সিতেই আইপিএলে সাড়া ফেলেন ঝাড়খণ্ডের উইকেটকিপার। সেখান থেকেই জাতীয় দলে। তাই তরুণ উইকেটকিপারকে দলে নিতে অল আউট ঝাঁপিয়েছিল মুম্বই। আর তাতেই মিলেছিল সাফল্য। ৪৮ কোটি টাকা হাতে রেখে আইপিএলের নিলামে (IPL 2022 Auction) নামে মুম্বই ইন্ডিয়ান্স। আর রবিবার নিলামে ৮ কোটি টাকা দিয়ে তুলে নিল জোফ্রা আর্চারকে।
মুম্বইকে দেখেই বোঝা গিয়েছে, অনেক অঙ্ক কষে নিলামের টেবিলে বসেছেন জাহির খান, নীতা আম্বানিরা। তাই সব ক্রিকেটারদের পিছনে তারা ছোটেনি। রবিবারের নিলামে জোফ্রা আর্চারের জন্য বেপরোয়া ছিল মুম্বই। আর সেটাই করে দেখালেন আম্বানিরা। ৮ কোটি টাকায় ইংল্যান্ডের অলরাউন্ডারকে দলে নিল মুম্বই ইন্ডিয়ান্স। সিঙ্গাপুরের টি-২০ স্পেশালিস্ট টিম ডেভিডকে ৮.২৫ কোটি টাকায় কিনল মুম্বই। গত বছর আরসিবির জার্সিতে ১টা ম্যাচ খেলতে দেখা গিয়েছিল তাঁকে। ৩ কোটি টাকায় ডিওয়াল্ড ব্রেভিসকে দলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। আন্দাজই করা গিয়েছিল, এ বারের আইপিএলে বড়সড় দর পেতে চলেছেন বেবি এবি। দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দলের এই ক্রিকেটার সদ্য শেষ হওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হন ডিওয়াল্ড ব্রেভিস। ২০ লক্ষ টাকা ছিল তাঁর বেস প্রাইস। সেখান থেকে ৩ কোটি টাকায় দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারকে দলে নিল মুম্বই।
মুম্বই যাঁদের নিল
মুম্বই যাঁদের রেখেছে
বাসিল থাম্পিকে নিল ২০ লক্ষ টাকায়। স্পিনার মুরুগ্গান অশ্বিনকে ১ কোটি ৬০ লক্ষ টাকায় কেনে মুম্বই। মূলত সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গেই লড়াই চলে। তবে শেষ পর্যন্ত জয়লাভ নীতা আম্বানির দলের। হেভিওয়েট মুম্বই ইন্ডিয়ান্স নিলাম থেকে মূলত তরুণ ক্রিকেটারদের তুলে আনার দিকে নজর রেখেছে। তাই আলাদা করে কোনও বড় নামের পিছনে তাঁরা ছোটেনি। ঈশান কিশান ও ডিওয়াল্ড ব্রেভিসের মতো তরুণরা আগামী দিনের সম্পদ হয়ে উঠতে পারেন। দ্বিতীয় দিনের নিলামের আগে মুম্বইয়ের ঝুলিতে রইল ২৭.৮৫ কোটি টাকা।
আরও পড়ুন: Abhinav Manohar, IPL 2022 Auction: অভিনব মনোহরের অবিশ্বাস্য উত্তরণ