Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shubman Gill Yuvraj Singh: শুভমনকে গাড়ি কিনে দেওয়া উচিত! সচিনদের অনুরোধ যুবির, নেটিজেনরা ‘পণ’ চাওয়ার সঙ্গে মিল পেলেন

Mumbai Indians, IPL 2023 : আরসিবি না হারলে রোহিতদের পক্ষে প্লে অফের টিকিট জোগাড় করা সম্ভব হত না। মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকরা এর জন্য শুভমন গিলের প্রতি বেজায় কৃতজ্ঞ।

Shubman Gill Yuvraj Singh: শুভমনকে গাড়ি কিনে দেওয়া উচিত! সচিনদের অনুরোধ যুবির, নেটিজেনরা 'পণ' চাওয়ার সঙ্গে মিল পেলেন
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: May 24, 2023 | 9:26 AM

কলকাতা: রবিবার রাতে শুভমন গিলের সেঞ্চুরিতে একটি দলের মুখে হাসি ফুটেছে, অন্য দল ডুবেছে হতাশায়। ২০২৩ আইপিএলের গ্রুপ পর্বের শেষ ম্যাচ ছিল সেটি। গিলের অনবদ্য সেঞ্চুরির দাপটে হেরে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। যা তাদের প্লে অফ থেকে ছিটকে দিয়েছে। অন্যদিকে আরসিবির হারে প্লে অফে জায়গা করে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। আজ বুধবার, তাদের এলিমিনেটর পর্বে তাদের ম্যাচ লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। চলতি আইপিএলের সূচনাটা অত ভালো না হলেও বাজিমাত করেছে মুম্বই ইন্ডিয়ান্স। শেষদিকে ভাগ্যও কিছুটা সহায় হয়েছে তাদের। কারণ আরসিবি না হারলে রোহিতদের পক্ষে প্লে অফের টিকিট জোগাড় করা সম্ভব হত না। মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকরা এর জন্য শুভমন গিলের প্রতি বেজায় কৃতজ্ঞ। সেদিন বিরাট কোহলির ব্যাটিং বিক্রম ঢাকা পড়ে যায় গিলের ব্যাটে। যা দেখে জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং ক্রিকেট সমর্থকদেক মনের কথা বলে দিয়েছেন। যুবির দাবি, মুম্বই ইন্ডিয়ান্সের উচিত শুভমনকে একটা সুন্দর দেখে গাড়ি উপহার দেওয়া! বিস্তারিত TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

আরও একটা পঞ্জাব কা পুত্তর পেয়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট। ছয় বলে ৬ ছক্কার মালিক, বিশ্বকাপের মঞ্চের তারকা যুবরাজ সিংয়ের সঙ্গে শুভমন গিলের মিল পান অনেকে। যুবি অবসর নিয়েছেন বহুদিন। গিল এখন উঠতি তারা। তাঁর ব্যাট বলে দিচ্ছে, সামনে উজ্জ্বল ভবিষ্যৎ। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের মঞ্চ থেকে জাতীয় দলের সফর, আইপিএল- শুভমনের সাফল্য খুব কাছ থেকে দেখেছেন যুবরাজ সিং। একই রাজ্যের ক্রিকেটার হওয়ায় দুইয়ের মধ্যে সম্পর্ক ভালো। তাই মজার ছলে ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করে যুবিকে বলতে শোনা যায়, “ম্যাচটা দারুণ ছিল। শুভমন গিলের ব্যাটিং দেখে দারুণ লাগল। এ বার মুম্বই ইন্ডিয়ান্সের উচিত শুভমনকে একটা ভালো গাড়ি উপহার দেওয়া। যাতে চন্ডীগড়ে আমরা ওই গাড়ি নিয়ে ঘুরতে পারি।” গিল এর জবাবও দিয়েছেন। তিনি লেখেন, “ভাইয়া এ বার তুমি আবার ড্রাইভিং দেখতে পাবে।”

যুবরাজের এই টুইটে মজা পেয়েছেন নেটিজেনরা। একজন লিখেছেন, “এসব কিছুই না। আপনি শুভমন আর সারার বিয়ে পাকা করতে চাইছেন।” আরও একজন লেখেন, “আপনি জানেন তো পণ চাওয়া অপরাধ।” আসলে শুভমন গিল ও সারা তেন্ডুলকরের সম্পর্ক নিয়ে গুঞ্জন বহুদিনের। দু’জনে স্বীকার না করলেও আকারে ইঙ্গিতে বুঝিয়েছেন। এদিকে শুভমনের ইনিংসের পর সচিন তেন্ডুলকরও বেফাঁস টুইট করে বসেন। তিনি লেখেন, “শুভমন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে দারুণ ব্যাটিং করেছেন।” সঙ্গে এক চোখ বন্ধ করার ইমোজি।