মুম্বই: ১৬তম আপিএলের (IPL 2023) একটা করে দিন এগোচ্ছে। প্রায় ২ মাস ধরে চলবে বিনোদনে ভরপুর আইপিএল। আজ ঘরের মাঠে নেমেছিল রোহিতের দল। শনি-রাতে মুখোমুখি হয়েছিল রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ও শিখর ধাওয়ানের পঞ্জাব কিংস (Punjab Kings)। যদিও টানা তিন ম্যাচে খেলতে পারলেন না শিখর। প্রথম ৬ ম্যাচে মুম্বই জিতেছিল ৩টিতে। মরসুমের চতুর্থ হার। তাও শেষ ওভারে। ২১৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ খেলছিল মুম্বই। রোহিত, ক্যামেরন গ্রিনদের সঙ্গে ঝড় তোলেন স্কাই। কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে স্কাই ফিরতেই খেই হারায় মুম্বই। শেষ ওভারে প্রয়োজন ছিল ১৬ রান। অর্শদীপ সিং মাত্র ২ রান দিয়ে ২ উইকেট নেন। ১৩ রানের রুদ্ধশ্বাস জয় পঞ্জাব কিংসের। TV9Bangla Sports এর এই লাইভব্লগে দেখুন মুম্বই-পঞ্জাব ম্যাচের খুঁটিনাটি তথ্য।
১৬তম আইপিএলের পয়েন্ট টেবলের ছয় নম্বরে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।
১৬তম আইপিএলের পয়েন্ট টেবলের সাত নম্বরে রয়েছে পঞ্জাব কিংস।
সূর্যকুমার যাদবের ফর্ম নিয়ে ব্য়াপক আলোচনা চলছিল। অবশেষে ২৩ বলে অর্ধশতরান। সেই পুরনো ছন্দে স্কাই।
৪ বলে ১ রান করে মাঠ ছাড়লেন ঈশান কিষাণ। বড় টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খেল মুম্বই ইন্ডিয়ান্স। পঞ্জাবকে প্রথম সাফল্য এনে দিলেন অর্শদীপ সিং।
টার্গেট ২১৫। রান তাড়া করতে নামল মুম্বই ইন্ডিয়ান্স। ওপেনিংয়ে নামলেন ঈশান কিষাণ ও রোহিত শর্মা।
Sachin Tendulkar 50th Birthday: আগামী ২৪ এপ্রিল সচিন তেন্ডুলকরের জন্মদিন। মাস্টার ব্লাস্টারের ভক্তরা এখন থেকেই তাঁর প্রি-বার্থ ডে সেলিব্রেশন শুরু করে দিয়েছেন। তারই মাঝে এ বার বাবাকে ৫০তম জন্মদিনে অ্যাডভান্স গিফ্ট দিয়ে দিলেন অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar)। ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলের (IPL) ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে একটি উইকেট নিয়েছেন সচিনপুত্র।
পড়ুন বিস্তারিত – Arjun Tendulkar: বাবার ৫০তম জন্মদিনে অ্যাডভান্স গিফ্ট অর্জুনের
ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করে ৮ উইকেট হারিয়ে ২১৪ রান তুলেছে পঞ্জাব কিংস। মুম্বই ইন্ডিয়ান্সের টার্গেট ২১৫।
জোড়া ছক্কা মারার পর আউট জীতেশ শর্মা। ৭ বলে ২৫ রানের ক্যামিও ইনিংস খেলে গেলেন জীতেশ। সপ্তম উইকেট হারাল পঞ্জাব কিংস।
জোফ্রা আর্চার তুলে নিলেন স্যাম কারানের উইকেট। ১৯তম ওভারের শেষ বলে কারানকে ফেরালেন স্যাম।
ওয়াংখেড়েতে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ২৬ বলে অর্ধশতরান পূর্ণ করলেন স্যাম কারান।
হাফসেঞ্চুরি হাতছাড়া করে ফিরলেন হরপ্রীত সিং। পঞ্চম উইকেট হারাল পঞ্জাব কিংস। ক্যামেরন গ্রিন ভাঙলেন স্যাম কারান ও হরপ্রীত সিংয়ের জুটি। ২৮ বলে ৪১ রান করে ড্রেসিংরুমে ফিরলেন হরপ্রীত।
চার উইকেট হারিয়ে স্যাম-হরপ্রীত জুটিতে এগোচ্ছে পঞ্জাব কিংস। ১৭ ওভার শেষে ৭৯ রানের পার্টনারশিপ গড়েছেন স্যাম-হরপ্রীত।
পঞ্জাবের ওপেনার অথর্ব তাইডেকে ফেরালেন পীয়ুষ চাওলা। ১৭ বলে ২৯ রান করে মাঠ ছাড়বেন অথর্ব। চতুর্থ উইকেট হারাল পঞ্জাব। এক ওভারে জোড়া উইকেট তুলে নিলেন পীয়ুষ।
লিয়াম লিভিংস্টোনের উইকেট তুলে নিলেন পীয়ুষ চাওলা। ১২ বল ১০ রান করে মাঠ ছাড়লেন পঞ্জাব কিংসের তারকা ক্রিকেটার।
গত ম্যাচেও অর্জুন ইয়র্কার দিয়ে উইকেট পেয়েছিলেন, এই ম্যাচেও তিনি ইয়র্কার দিয়ে তুলে নিলেন প্রভসিংরণের উইকেট।
ক্যামেরন গ্রিন তুলে নিলেন ম্যাথু শর্টের উইকেট। প্রথম ধাক্কা খেল পঞ্জাব কিংস। ১০ বলে ১১ রান করে মাঠ ছাড়লেন শর্ট।
ওপেনিংয়ে নামলেন অথর্ব তাইডে ও ম্যাথু শর্ট।
পঞ্জাব কিংসের একাদশ – অথর্ব তাইডে, প্রভসিমরণ সিং, ম্যাথু শর্ট, লিয়াম লিভিংস্টোন, হরপ্রীত সিং, স্যাম কারান (অধিনায়ক), জীতেশ শর্মা, শাহরুখ খান, হরপ্রীত ব্রার, অর্শদীপ সিং ও রাহুল চাহার।
সাবস্টিটিউট – নাথান এলিস, মোহিত রাঠী, সিকান্দার রাজা, ঋষি ধাওয়ান ও গুর্নুর ব্রার।
মুম্বইয়ের একাদশ – ঈশান কিষাণ, রোহিত শর্মা (অধিনায়ক), তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, ক্যামেরন গ্রিন, টিম ডেভিড, হৃতিক শোকিন, অর্জুন তেন্ডুলকর, পীযুষ চাওলা, জেসন বেহরেনডর্ফ, জোফ্রা আর্চার।
সাবস্টিটিউট – নেহাল ওয়াদেরা, বিষ্ণু বিনোদ, কার্তিকেয় সিং, রমনদীপ, শামস মুলানি।
মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আজ পঞ্জাবের বিরুদ্ধে খেলতে দেখা যাবে জোফ্রা আর্চারকে।
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবেন না পঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধাওয়ান। তাঁর জায়গায় ক্যাপ্টেন্সি সামলাবেন স্যাম কারান।
টস জিতে পঞ্জাব কিংসকে প্রথমে ব্যাটিংয়ে পাঠালেন মুম্বইয়ের অধিনায়ক রোহিত শর্মা।
ঘরের মাঠে শেষ ম্যাচে আরসিবির কাছে হেরেছিল পঞ্জাব কিংস। এ বার রোহিত শর্মার মুম্বইয়ের বিরুদ্ধে জয়ের খোঁজে নামবে পঞ্জাব।
Zara hat ke, zara bach ke, yeh hai Punjab meri jaan! ??#MIvPBKS #JazbaHaiPunjabi #SaddaPunjab #TATAIPL pic.twitter.com/pubvptG09J
— Punjab Kings (@PunjabKingsIPL) April 22, 2023
পঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার জন্য তৈরি রোহিত শর্মার MI পল্টন।
???❜?? ??????? ?? ???? ???????????. ?
The destination: #MIvPBKS @ Wankhede. ?️#OneFamily #MumbaiMeriJaan #MumbaiIndians #TATAIPL #IPL2023 pic.twitter.com/7EtRuxJDnk
— Mumbai Indians (@mipaltan) April 22, 2023
নূর আহমেদ ফেরালেন ক্রুণাল পান্ডিয়াকে। ২৩ বলে ২৩ রান।
আজ ঘরের মাঠে ম্যাচ রয়েছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের। প্রতিপক্ষ পঞ্জাব কিংস।