Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs AUS, 3rd ODI: বিশ্বকাপের আগে জ্বলে উঠলেন মার্শ-ওয়ার্নাররা, রানের পাহাড়ে অস্ট্রেলিয়া

India vs Australia: টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শের ওপেনিং জুটি আজ জমাট ছিল। বিশ্বকাপের আগে এই ম্যাচে জ্বলে উঠলেন মিচেল মার্শ-স্টিভ স্মিথরা। টপ অর্ডারের দৌলতে শেষ অবধি রানের পাহাড়ে পৌঁছে গিয়েছে অস্ট্রেলিয়া।

IND vs AUS, 3rd ODI: বিশ্বকাপের আগে জ্বলে উঠলেন মার্শ-ওয়ার্নাররা, রানের পাহাড়ে অস্ট্রেলিয়া
IND vs AUS, 3rd ODI: বিশ্বকাপের আগে জ্বলে উঠলেন মার্শ-ওয়ার্নাররা, রানের পাহাড়ে অস্ট্রেলিয়াImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Sep 27, 2023 | 7:22 PM

রাজকোট: টানা ৫ ওডিআই (ODI) ম্যাচ হেরে রীতিমতো বিধ্বস্ত অস্ট্রেলিয়া। এই অবস্থায় রাজকোটে আজ ভারতের (India) বিরুদ্ধে ৩ ম্যাচের ওডিআই সিরিজের শেষ ম্যাচে নেমেছে অজিরা। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার (Australia) অধিনায়ক প্যাট কামিন্স। ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শের ওপেনিং জুটি আজ জমাট ছিল। বিশ্বকাপের আগে এই ম্যাচে জ্বলে উঠলেন মিচেল মার্শ-স্টিভ স্মিথরা। টপ অর্ডারের দৌলতে শেষ অবধি রানের পাহাড়ে পৌঁছে গিয়েছে অস্ট্রেলিয়া। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৫২ রান তুলেছে অস্ট্রেলিয়া। এ বার দেখার রোহিত শর্মার ভারত এই টার্গেট পূরণ করতে পারে কিনা। অস্ট্রেলিয়ার ইনিংসের বিস্তারিত পড়ুন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

রাজকোটে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে দেখা যায় অজি ক্রিকেটারদের। অষ্টম ওভার অবধি কোনও উইকেট তুলতে পারেননি ভারতের বোলাররা। নবম ওভারে এসে ডেভিড ওয়ার্নারের উইকেট তোলেন প্রসিধ কৃষ্ণা। ৩৪ বলে ৫৬ রান করেন ওয়ার্নার। তিনি ফিরলে দ্বিতীয় উইকেটে ১৩৭ রানের পার্টনারশিপ গড়েন মিচেল মার্শ ও স্টিভ স্মিথ। এই জুটিকে টলাতে পারেননি বুমরা-সিরাজরা। অবশেষে বিধ্বংসী ফর্মে ব্যাট করতে থাকা মিচেল মার্শকে ফেরান কুলদীপ যাদব। মাত্র ৪ রানের জন্য শতরান হাতছাড়া করেন মার্শ। এরপর স্মিথের উইকেট তুলে নেন মহম্মদ সিরাজ। ৬১ বলে ৭৪ রান করে ফেরেন স্মিথ। ৭২ রানের দুরন্ত ইনিংস উপহার দেন মার্নাস লাবুশেন। তাঁর উইকেটটি তোলেন বুমরা।

বিশ্বকাপের আগে ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার টপ অর্ডার জ্বলে ওঠে। উইকেটকিপা ব্যাটার অ্যালেক্স ক্যারি ১১ করে ফেরেন। তাঁর উইকেটটি নেন বুমরা। এরপর অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েলকে (৫) বোল্ড করেন বুমরা। অজিদের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআইতে তিনি ছিলেন না। তৃতীয় ম্যাচে টিমে ফিরে ৩ উইকেট নিয়েছেন বুমরা। শেষ অবধি ১৯ রানে অপরাজিত থাকেন অজি অধিনায়ক প্যাট কামিন্স এবং ১ রানে অপরাজিত থাকেন মিচেল স্টার্ক। শেষ অবধি ৭ উইকেট হারিয়ে ৩৫২ রান তোলে অজিরা।

এ বার দেখার ভারতকে ৩৫৩ রান তোলা থেকে অজিরা আটকাতে পারেন কিনা। অবশ্য শেষ ৫ ম্যাচের মধ্যে বেশির ভাগ ম্যাচেই তিনশো-র বেশি রান দিয়েছেন অজি বোলাররা। তাই আজ ভারতের ইনিংসে রোহিত-বিরাট-সূর্যদের ব্যাটিংয়ের পাশাপাশি নজর থাকবে কামিন্স-হ্যাজলউডদের বোলিংয়েও।