Mitchell Santner: ফের করোনা ফিরল ক্রিকেট বিশ্বে, ছিটকে গেলেন আক্রান্ত স্যান্টনার
COVID-19: শুক্রবারই পাকিস্তানের বিরুদ্ধে শুরু হয়েছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচের আগেই এক বিবৃতি জারি করে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। তাতে বলা হয়েছে, ইডেন পার্কে টিমের সঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্য়াচ খেলতে যাবেন না স্যান্টনার। পরীক্ষার পর কোভিড পজিটিভ এসেছে।

কলকাতা: করোনা (COVID-19) কি আবার ফিরছে? এই প্রশ্ন নতুন করে জাগিয়ে দিয়েছে কোভিডের সাম্প্রতিক পদধ্বণি। ক্রিকেটেও ঢুকে পড়ল করোনার কালো ছায়া। ১৪ জানুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে সেডন পার্কে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা নিউজিল্যান্ডের। তার আগে করোনার কবলে পড়ে টিম থেকে ছিটকে গেলেন কিউয়ি ক্রিকেটার মিচেল স্যান্টনার (Mitchell Santner)। বাঁ হাতি স্পিনারকে অকল্যান্ডের হোটেলে আইসোলেশনে রাখা হয়েছে। একাই তিনি হ্যামিল্টনে যাবেন। বছর তিনেক আগে করোনার কবলে পড়েছিল বিশ্ব। মহামারী প্রাণ কেড়ে নিয়েছে অনেকের। সেই শোক সামলে আবার বাড়ির বাইরে পা রেখেছে দুনিয়া। তারই মধ্যে করোনা ফের মাথা চাড়া দিচ্ছে। যা চিন্তায় ফেলে দিয়েছে অনেকের। স্যান্টনার করোনার আক্রান্ত হওয়ায় নিউজিল্যান্ড (New Zealand) অবশ্য খুব বেশি দুশ্চিন্তা প্রকাশ করেনি।
শুক্রবারই পাকিস্তানের বিরুদ্ধে শুরু হয়েছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচের আগেই এক বিবৃতি জারি করে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। তাতে বলা হয়েছে, ইডেন পার্কে টিমের সঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্য়াচ খেলতে যাবেন না স্যান্টনার। পরীক্ষার পর কোভিড পজিটিভ এসেছে। স্যান্টনার খেলতে না পারায় টিমে একমাত্র স্পিনার হিসেবে খেলছেন ইশ সোধি।
স্যান্টনারের করোনা আক্রান্ত হয়ে পড়া খানিকটা হলেও চিন্তায় ফেলে দিয়েছে ক্রিকেট বিশ্বকে। করোনার স্মৃতি এখনও ফিকে হয়নি। মনে করা হচ্ছিল, ওই মহামারী থেকে বেরিয়ে আসতে পেরেছে বিশ্ব। কিন্তু স্যান্টনারের কিছুটা হলেও আতঙ্কে রাখছে ক্রিকেটকে। সামনে ভরা মরসুম। পর পর সিরিজ খেলবে সব টিমই। পাকিস্তানও টি-টোয়েন্টি সিরিজ খেলতে পা রেখেছে ওই দেশে। শাহিন শাহ আফ্রিদির টিমও কিছুটা চাপে পড়ে গিয়েছে হয়তো। করোনা আচমকা থাবা বসালেও নিয়ম-কানুনে মুড়ে ফেলার কথা এখনও জানা যায়নি।





