ভারতের মেয়েদের ক্রিকেট নিয়েও যেন একটাই প্রশ্ন, আর কবে! বিশ্বকাপ আসে, যায়। ভারতীয় দলের ঝুলি শূন্য থাকে। এশিয়া কাপে একঝাঁক ট্রফি। দ্বিপাক্ষিক সিরিজ। এশিয়ান গেমসে সোনা, কমনওয়েলথ গেমসে রুপো। কিন্তু বিশ্বকাপ এলেই যেন ব্যর্থতা অপেক্ষা করে। ওয়ান ডে বিশ্বকাপে একাধিক বার। টি-টোয়েন্টিতে ২০২০ সাল। ফাইনালে উঠলেও অল্পের জন্য ট্রফি ছোঁয়া হয়নি। আর এ বার টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বেই বিদায়! বেশ কয়েক বছর আগে ভারতের মহিলা ক্রিকেট সম্পর্কে প্রাক্তন কোচ ডব্লিউভি রমন বলেছিলেন, ‘তারকা পুজো চলে’। সে সময় মিতালি রাজ ছিলেন টিমের সুপারস্টার। প্রাক্তন ক্যাপ্টেন মিতালি রাজ চান, এ বার হরমনপ্রীত অধ্যায় থেকে এগিয়ে যাওয়া উচিত ভারতীয় ক্রিকেটের। আর কী বলছেন কিংবদন্তি মিতালি?
মিতালি রাজের নেতৃত্বেও বিশ্বকাপ ফাইনাল খেলেছে ভারত। ২০১৭ সালে মিতালির নেতৃত্বে ওয়ান ডে বিশ্বকাপ ফাইনাল খেলেছে ভারত। মাত্র ৯ রানের জন্য ট্রফি আসেনি। ২০১৬ সাল থেকে টি-টোয়েন্টি টিমকে নেতৃত্ব দিচ্ছেন হরমনপ্রীত। মিতালির পর অল ফরম্যাট ক্য়াপ্টেন হরমনপ্রীতই। কিন্তু বিশ্বকাপ ট্রফির সঙ্গে দূরত্ব মেটেনি। সংবাদসংস্থা পিটিআইকে এক সাক্ষাৎকারে মিতালি বলেন, ‘নির্বাচকরা যদি পরিবর্তনের পথে হাঁটেন, আমি চাইব নেতৃত্বে কোনও নতুন মুখ আসুক। তরুণদের মধ্যে কেউ।’
এক বছর পর ওয়ান ডে বিশ্বকাপ। এখন থেকেই তার প্রস্তুতি শুরু প্রয়োজন বলে মনে করেন মিতালি। এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি এবং টিম কম্বিনেশনের দিক থেকে ‘সেরা’ বলেছিলেন হরমনপ্রীত। যদিও পারফরম্যান্সে তা দেখা যায়নি। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই হার নিউজিল্যান্ডের কাছে। এরপর অস্ট্রেলিয়ার কাছে গ্রুপের শেষ ম্যাচে। এরপর আর ট্রফির স্বপ্ন দেখার সুযোগ ছিল না। পরিবর্তনের ক্ষেত্রে মিতালি আরও যোগ করেন, ‘যত দেরি হবে, তত সমস্যা। সামনে আমাদের আরও একটা বিশ্বকাপ (২০২৫ ওডিআই)। এখন কিছু না করলে, পরে আর পরিবর্তনের প্রয়োজন নেই। বিশ্বকাপের সামনে পৌঁছে পরিবর্তন না করাই শ্রেয়।’