MLC 2023: MLC-র ঢাকে কাঠি, সুপার কিংস বনাম নাইট রাইডার্সের উদ্বোধনী ম্যাচ কখন, কোথায় ও কীভাবে দেখবেন
Texas Super Kings vs Los Angeles Knight Riders: মেজর লিগ ক্রিকেটের উদ্বোধনী সংস্করণের প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে টেক্সাস সুপার কিংস ও লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স।

কলকাতা: রাত পোহালেই ক্রিকেটের দুনিয়ায় উদ্বোধন হবে নতুন টি-২০ লিগের। যদিও তা ভারতের মাটিতে নয়। এই নয়া টি-২০ লিগ শুরু হচ্ছে মার্কিন মুলুকে। ক্যালেন্ডার বলছে আজ ১৩ জুলাই। আর আজই মেজর লিগ ক্রিকেটের (Major League Cricket) ঢাকে কাঠি পড়ছে। যদিও ভারতীয় ক্রিকেট প্রেমীরা এমএলসির প্রথম ম্যাচ দেখতে পাবে শুক্রবার, সকাল ৬টায়। টুর্নামেন্টের উদ্বোধনী সংস্করণের প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে টেক্সাস সুপার কিংস ও লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। কখন, কোথায় ও কীভাবে দেখবেন MLC-তে টেক্সাস সুপার কিংস বনাম (Texas Super Kings) লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের (Los Angeles Knight Riders) ম্যাচ? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
মেজর লিগ ক্রিকেটের শুভারম্ভ ১৩ জুলাই। এই টুর্নামেন্টের মেগা ফাইনাল ৩১ জুলাই। MLC তে মোট ৬টি দল খেলছে। তার মধ্যে আইপিএলের তিনটি ফ্র্যাঞ্চাইজির দলও রয়েছে।
Introducing our #MajorLeagueCricket championship trophy ?
? Drop us a line of which team you think will be holding this on July 3️⃣0️⃣!!! pic.twitter.com/QhhjHgen9T
— Major League Cricket (@MLCricket) July 12, 2023
ভারতে MLC-র ম্যাচের লাইভ কোথায় দেখা যাবে?
ভারতের মেজর লিগ ক্রিকেটের লাইভ ব্রডকাস্ট দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেলে। এ ছাড়া লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমায়।
অন্যান্য দেশগুলিতে MLC-র ম্যাচের লাইভ কীভাবে দেখা যাবে?
- মার্কিন যুক্তরাষ্ট্রে MLC র ম্যাচের লাইভ ব্রডকাস্ট হবে উইলো টিভিতে।
- কানাডায় MLC র ম্যাচের লাইভ ব্রডকাস্ট হবে উইলো টিভিতে।
- ব্রিটেনে MLC র ম্যাচের লাইভ ব্রডকাস্ট বিটি স্পোর্টসে। এ ছাড়া ব্রিটেনে MLC র লাইভ স্ট্রিমিং হবে বিটি স্পোর্টস অ্যাপ ও ওয়েবসাইটে।
- অস্ট্রেলিয়ায় MLC র ম্যাচের লাইভ ব্রডকাস্ট হবে ফক্স ক্রিকেটে। এ ছাড়া অস্ট্রেলিয়ায় MLC র লাইভ স্ট্রিমিং হবে ফক্সটেল অ্যাপে।
- ক্যারিবিয়ানে MLC র ম্যাচের লাইভ ব্রডকাস্ট হবে স্পোর্টসম্যাক্সে।
- দক্ষিণ আফ্রিকায় MLC র ম্যাচের লাইভ ব্রডকাস্ট হবে সুপার স্পোর্টসে।
- পাকিস্তানে MLC র ম্যাচের লাইভ ব্রডকাস্ট হবে এ স্পোর্টসে।
- নিউজিল্যান্ডে MLC র ম্যাচের লাইভ ব্রডকাস্ট হবে স্কাই এনজেড-এ।
