MI New York: আইপিএলের ছন্দ কি ধরে রাখতে পারবে MI? এলিমিনেটর ম্যাচে প্রতিপক্ষ ওয়াশিংটন

Major League Cricket: উদ্বোধনী মেজর লিগ ক্রিকেটের গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল এই দুই দল। ২৭ বল বাকি থাকতেই ৮ উইকেটের বিশাল ব্যবধানে জিতেছে এমআই নিউইয়র্ক।

MI New York: আইপিএলের ছন্দ কি ধরে রাখতে পারবে MI? এলিমিনেটর ম্যাচে প্রতিপক্ষ ওয়াশিংটন
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jul 27, 2023 | 2:08 AM

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অন্যতম ধারাবাহিক এবং সফল দল মুম্বই ইন্ডিয়ান্স। পাঁচ বার চ্যাম্পিয়ন হয়েছে তারা। মেজর লিগ ক্রিকেটেও দল নিয়েছে মুম্বই ফ্র্যাঞ্চাইজি। ছয় দলের মেজর লিগ ক্রিকেটের প্লে-অফে জায়গা করে নিয়েছে তাদের ফ্র্যাঞ্চাইজি এমআই নিউ ইয়র্ক। এলিমিনেটর ম্যাচে তাদের প্রতিপক্ষ ওয়াশিংটন ফ্রিডম। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

উদ্বোধনী মেজর লিগ ক্রিকেটের গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল এই দুই দল। ২৭ বল বাকি থাকতেই ৮ উইকেটের বিশাল ব্যবধানে জিতেছে এমআই নিউইয়র্ক। ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে নেই নিকোলাস পুরান। তিনি খেলছেন মেজর লিগ ক্রিকেটে। এমআই নিউ ইয়র্কের এই কিপার ব্যাটার অনবদ্য ছন্দে। গ্রুপ পর্বের ৫ ম্যাচে ২২৭ রান করেছেন পুরান। স্ট্রাইক রেট দেড়শোরও বেশি।

মেজর লিগ ক্রিকেটে সাড়া ফেলে দিয়েছেন ওয়াশিংটন ফ্র্যাঞ্চাইজির বোলার সৌরভ নেত্রভালকর। ৫ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন তিনি। ইকোনমি ৭.৫১। তেমনই ভুললে চলবে না এমআই নিউ ইয়র্কের বাঁ হাতি পেসার ট্রেন্ট বোল্টের কথা। বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা সম্পন্ন বোল্ট মেজর লিগে ৫ ম্যাচে নিয়েছেন ১১টি উইকেট।

মেজর লিগ ক্রিকেটে ৬টি দল অংশ নিচ্ছে। এ বারই উদ্বোধনী সংস্করণ। এমআইয়ের লক্ষ্য থাকবে আইপিএলের মতো সাফল্য এই লিগেও পাওয়া।

ম্যাচ শুরু কাল রাত ২টোয়, জিও সিনেমায় সরাসরি সম্প্রচার