Mohammed Shami: অগ্নিপরীক্ষার সামনে মহম্মদ সামি, পাশ করলেই মিলবে অজি সফরে যাওয়ার টিকিট!

Border Gavaskar Trophy: কয়েকদিন আগে বর্ডার-গাভাসকর ট্রফির জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষণা হয়েছে। ১৮ সদস্যের সেই স্কোয়াডে নাম নেই দেশের তারকা পেসার মহম্মদ সামির। কিন্তু এখনও তাঁর কাছে সুযোগ রয়েছে বর্ডার-গাভাসকর ট্রফি খেলতে অস্ট্রেলিয়ায় যাওয়ার। কীভাবে?

Mohammed Shami: অগ্নিপরীক্ষার সামনে মহম্মদ সামি, পাশ করলেই মিলবে অজি সফরে যাওয়ার টিকিট!
Mohammed Shami: অগ্নিপরীক্ষার সামনে মহম্মদ সামি, পাশ করলেই মিলবে অজি সফরে যাওয়ার টিকিট!
Follow Us:
| Updated on: Oct 27, 2024 | 10:48 AM

কলকাতা: বছর শেষে রয়েছে ভারতের অস্ট্রেলিয়া সফর। কয়েকদিন আগে বর্ডার-গাভাসকর ট্রফির জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষণা হয়েছে। ১৮ সদস্যের সেই স্কোয়াডে নাম নেই দেশের তারকা পেসার মহম্মদ সামির (Mohammed Shami)। কিন্তু এখনও তাঁর কাছে সুযোগ রয়েছে বর্ডার-গাভাসকর ট্রফি (Border Gavaskar Trophy) খেলতে অস্ট্রেলিয়ায় যাওয়ার। বোর্ডের ঘোষিত স্কোয়াডে নাম না থাকার পরও কী ভাবে অজি সফরে যাওয়ার সুযোগ রয়েছে সামির কাছে? আসলে তাঁকে দিতে হবে এক অগ্নিপরীক্ষা। সেখানে পাস করলেই মিলবে বর্ডার-গাভাসকর ট্রফিতে খেলার সুযোগ।

একশো শতাংশ ফিট না হওয়ায় মহম্মদ সামিকে অজি সফরের ভারতীয় স্কোয়াডে রাখা হয়নি। কিন্তু এখনও তাঁর কাছে সুযোগ রয়েছে ডনের দেশে খেলতে যাওয়ার। বর্তমানে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে দিন কাটছে সামির। গত বছর ওডিআই বিশ্বকাপের পর থেকে ২২ গজের বাইরে। মাঝে হয়েছে তাঁর অস্ত্রোপচার। রিহ্যাব পর্ব চলছে তাঁর। ২২ গজে ফেরার জন্য তিনি মরিয়া। প্রচুর কসরত করছেন। নিজের সোশ্যাল মিডিয়া সাইটে সেই সকল আপডেট প্রায়শই শেয়ার করছেন সামি। এর মাঝে ইন্ডিয়ান এক্সপ্রেসের এক রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, সামির সামনে এখনও সুযোগ রয়েছে অজি সফরে যাওয়া ভারতীয় টিমে সামিল হওয়ার।

সেই রিপোর্টে বলা হয়েছে, এ বার রঞ্জি ট্রফিতে খেলতে দেখা যাবে মহম্মদ সামিকে। দিওয়ালির পর নভেম্বরের প্রথম সপ্তাহে বাংলার হয়ে চতুর্থ রাউন্ডের ম্যাচে কর্নাটকের বিরুদ্ধে বেঙ্গালুরুতে খেলার কথা তাঁর। সেখানে নিজেকে ফিট প্রমাণ করতে পারলে সামি পেতে পারেন অজি সফরে যাওয়ার টিকিট। তাই এই ফিটনেস পরীক্ষা তাঁর কাছে অগ্নিপরীক্ষার সমান।

২২ গজে নিজেকে পুরোপুরি মেলে ধরার জন্য এনসিএতে প্রচুর পরিশ্রম করছেন সামি। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়োও শেয়ার করেছেন। নিম্নে দেখুন সামির শেয়ার করা ভিডিয়ো —-