IND vs ENG: প্রত্যাবর্তনে অনবদ্য সামি, অভিষেকেই হর্ষধ্বনি; ভারতের টার্গেট ২৪৯

India vs England 1st ODI, Nagpur: সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে এই ওয়ান ডে সিরিজে সামির বোলিং এবং ফিটনেস নজরে। প্রথম ম্যাচে উইকেট সংখ্যা মাত্র ১টি হলেও ভরসা দিলেন। তেমনই সামির থেকে ডেবিউ ক্যাপ পাওয়া হর্ষিত রানা তাক লাগিয়ে দিলেন।

IND vs ENG: প্রত্যাবর্তনে অনবদ্য সামি, অভিষেকেই হর্ষধ্বনি; ভারতের টার্গেট ২৪৯
Image Credit source: PTI

Feb 06, 2025 | 5:14 PM

প্রত্যাবর্তন এবং অভিষেক। দুই পেসারেরই দুর্দান্ত পারফরম্যান্স। সঙ্গে স্পিনারদের দাপট। ইংল্য়ান্ডকে প্রথম ওয়ান ডে-তে ২৪৮ রানেই অলআউট করল ভারত। ওয়ান ডে বিশ্বকাপে অনবদ্য খেলেছিলেন মহম্মদ সামি। এরপরই ছিটকে যান। সদ্য ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন হয়েছে। আসল লক্ষ্য ছিল ওয়ান ডে-র জন্য রেডি হওয়া। সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে এই ওয়ান ডে সিরিজে সামির বোলিং এবং ফিটনেস নজরে। প্রথম ম্যাচে উইকেট সংখ্যা মাত্র ১টি হলেও ভরসা দিলেন। তেমনই সামির থেকে ডেবিউ ক্যাপ পাওয়া হর্ষিত রানা তাক লাগিয়ে দিলেন।

নাগপুরে প্রথম ওয়ান ডে-তে টস জিতে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। বোলিং ওপেন করেন সামি। প্রথম ওভারই মেডেন। কিছুটা সময় নিয়ে শুরুটা দুর্দান্ত করেন ইংল্য়ান্ডের দুই ওপেনার ফিল সল্ট ও বেন ডাকেট। একটা রান আউটেই ছন্দপতন। শ্রেয়স আইয়ারের দুর্দান্ত থ্রো, ভুল বোঝাবুঝিতে রান আউট ফিল সল্ট। অল্প সময়ের ব্যবধানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে ইংল্যান্ড।

পারথে টেস্ট অভিষেক হয়েছিল হর্ষিত রানার। কয়েক দিন আগেই কনকাশন পরিবর্ত হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও অভিষেক। এ দিন ওয়ান ডে আন্তর্জাতিকে অভিষেক হল। আর প্রথম ম্যাচেই ৩ উইকেট। ইংল্যান্ডের দুই ওপেনার ফিল সল্ট (২৬ বলে ৪৩), বেন ডাকেট (২৯ বলে ৩২) রান করেন। মিডল অর্ডারে ক্যাপ্টেন জস বাটলার ও জেকেব বেথেলের হাফসেঞ্চুরি।

ইংল্য়ান্ড নির্ধারিত ৫০ ওভার ব্যাটই করতে পারেনি। ৪৭.৪ ওভারেই ২৪৮ রানে অলআউট। বিশ্বকাপের পর ওয়ান ডে ক্রিকেটে প্রত্যাবর্তনে মহম্মদ সামি ৮ ওভারে ৩৮ রান দিয়ে ১ উইকেট নেন। হর্ষিত রানা ৩ উইকেট। এ ছাড়াও জাডেজা ৩ উইকেট নেন।