Mohammed Shami: ‘কপালে’ না থাকলে… মহম্মদ সামির স্বপ্নে কোথায় কাঁটা?

Team India: দীর্ঘদিন জাতীয় দলে ব্রাত্য মহম্মদ সামি। তাঁর জন্য ভারতীয় টিমের দরজা কবে খুলবে? এই প্রশ্ন ক্রিকেট মহলে ঘোরাফেরা করছে। আর সামির মনে এই সময় কী চলছে? বাংলার তারকা পেসার একইসঙ্গে জানিয়েছেন, কপালে যা আছে, ঠিক সেটাই হবে। কোন বিষয়টা আটকাচ্ছে সামিকে ভারতীয় টিমে ফেরাতে?

Mohammed Shami: কপালে না থাকলে... মহম্মদ সামির স্বপ্নে কোথায় কাঁটা?
'কপালে' না থাকলে... মহম্মদ সামির স্বপ্নে কোথায় কাঁটা?Image Credit source: PTI

Nov 22, 2025 | 2:28 PM

কলকাতা: মহম্মদ সামির (Mohammed Shami) জন্য ভারতীয় টিমের দরজা কবে খুলবে? এটাই এখন তারকা পেসারের এবং তাঁর অনুরাগীদের মনের বড় প্রশ্ন। দীর্ঘদিন জাতীয় দলে ব্রাত্য সামি। সম্প্রতি রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) ৪ ম্যাচে ২০ উইকেট নিয়েছেন। এই পারফরম্যান্সের মধ্য দিয়ে নির্বাচন কমিটিকে বার্তাও দিয়েছেন সামি। তবে বাংলার তারকা পেসার একইসঙ্গে জানিয়েছেন, কপালে যা আছে, ঠিক সেটাই হবে। কোন বিষয়টা আটকাচ্ছে সামিকে ভারতীয় টিমে ফেরাতে?

আসলে এই মরসুমের রঞ্জি ট্রফি খেলতে কলকাতায় আসার পর সামি নির্বাচন কমিটির প্রধান অজিত আগরকরের বিরুদ্ধে তোপ দেগেছিলেন। ওদিকে অজিত আবার সামির ফিটনেস নিয়ে মন্তব্য করেছিলেন। সব মিলিয়ে সামি বনাম অজিতের একটা ঠান্ডা লড়াই নিয়ে ক্রিকেট মহলে জোর গুঞ্জন চলছিল। এরই মাঝে শোনা গিয়েছিল, কল্যাণীতে বাংলা-অসম ম্যাচে সামির পারফরম্যান্স দেখতে যাবেন অজিত। কিন্তু তেমনটা হয়নি। এই পরিস্থিতিতে আরও একবার যে প্রশ্নটা জোরাল হল, কবে ভারতীয় টিমে ফিরবেন সামি?

একদিকে গুয়াহাটিতে চলছে প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় টেস্ট। এই সিরিজ শেষ হওয়ার পর দক্ষিণ আফ্রিকার সঙ্গে ওডিআই সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। প্রোটিয়ারা সেই সিরিজের জন্য দল ঘোষণা করে দিলেও ওডিআই সিরিজের জন্য ভারতীয় টিম এখনও ঘোষণা হয়নি। ফলে সামির সেই টিমে সুযোগ পাওয়ার সম্ভবনা একেবারেই উড়িয়ে দিচ্ছে না ক্রিকেট মহল। আর এরইমাঝে সামি ভারতীয় দলে ডাক না পাওয়া নিয়ে নিজের মনের কথা তুলে ধরেছেন।

রঞ্জিতে বাংলা-অসম ম্যাচের পর Revsportz-কে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতীয় তারকা পেসার মহম্মদ সামি বলেন, ‘যা কপালে আছে, সেটাই হবে। হয়তো আমার কপালে এখানেই (কল্যাণী) বাংলার হয়ে খেলা লেখা আছে। আমি সেটাই করব।’ অবশ্য এখানেই থেমে থাকেননি সামি। তিনি আরও বলেন, ‘আমি শুধু ক্রিকেট খেলতে পারি। নির্বাচিত হব কি না, সেটা আমার হাতে নেই। আর আমি কেন ভারতীয় টিমে নির্বাচিত হচ্ছি না, সেটাও ভাবতে পারছি না।’