Mohammed Shami: কিউয়িদের বিরুদ্ধে সামিকে বিশ্রাম, একাদশে বাঁ হাতি পেসার!

Mar 01, 2025 | 8:11 PM

ICC Men's Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ও নিউজিল্যান্ড দু-দলেরই সেমিফাইনাল নিশ্চিত। সামিকে নিয়ে ঝুঁকি নাও নেওয়া হতে পারে। সূত্রের খবর তেমনই। পরিবর্তে একাদশে আসতে পারেন অর্শদীপ সিং। এর আরও একটা কারণ রয়েছে।

Mohammed Shami: কিউয়িদের বিরুদ্ধে সামিকে বিশ্রাম, একাদশে বাঁ হাতি পেসার!
Image Credit source: PTI

Follow Us

গ্রুপ পর্বের শেষ ম্যাচে কাল ভারতের সামনে নিউজিল্যান্ড। গত ওয়ান ডে বিশ্বকাপ সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত-নিউজিল্যান্ড। সেই ম্যাচটা হয়ে দাঁড়িয়েছিল ঐতিহাসিক। একদিকে যেমন বিরাট কোহলি ওডিআই সেঞ্চুরিতে ছাপিয়ে গিয়েছিলেন মাস্টারব্লাস্টার সচিন তেন্ডুলকরকে। তেমনই বিধ্বংসী বোলিংয়ে ৭ উইকেট নিয়েছিলেন মহম্মদ সামি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ও নিউজিল্যান্ড দু-দলেরই সেমিফাইনাল নিশ্চিত। সামিকে নিয়ে ঝুঁকি নাও নেওয়া হতে পারে। সূত্রের খবর তেমনই। পরিবর্তে একাদশে আসতে পারেন অর্শদীপ সিং। এর আরও একটা কারণ রয়েছে।

নিউজিল্যান্ড দুর্দান্ত খেলছে। ভারতের মতো তারাও গ্রুপে এখনও দুটি ম্যাচই জিতেছে। তাঁদের ব্যাটিং লাইন আপে পাঁচ জন বাঁ হাতি রয়েছেন। তাদের বিরুদ্ধে অর্শদীপ নতুন বলে বেশি কার্যকর হতে পারেন। তেমনই সামির কাফ মাসল চোট। পাকিস্তান ম্যাচে প্রথম স্পেলে মাত্র ৩ ওভার বোলিং করেছিলেন। ভারতীয় শিবিরের পাশাপাশি ক্রিকেট প্রেমীরাও আতঙ্কিত হয়ে পড়েছিলেন। যদিও ১০ ওভারের পরই ফের মাঠে নামেন, বোলিংও করেন। কিন্তু সামিকে প্রত্যাশিত ছন্দে দেখা যায়নি।

রবিবার নিউজিল্যান্ড ম্যাচ। মঙ্গলবার সেমিফাইনাল। মাঝে সময় খুবই কম। প্র্যাক্টিসে অবশ্য সামি বোলিং করেছেন। কিন্তু সেমিফাইনালের আগে সময়টা কম থাকাতেই মনে করা হচ্ছে, সামিকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে। অর্শদীপ সিং ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজেও খেলেছিলেন। তাঁকে এই ম্যাচে সুযোগ দেওয়া হতে পারে। বেঞ্চ রেডি রাখাও টিমের অন্যতম উদ্দেশ্য।

Next Article