Mohammed Shami: অজি সফরের স্বপ্নভঙ্গ, টি-২০ দিয়েই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন মহম্মদ সামি?

Nov 04, 2024 | 7:19 PM

কয়েকদিন আগে কর্নাটক ও মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচের জন্য বাংলার স্কোয়াড ঘোষণা হয়েছে। তাতে নেই সামির নাম। তা হলে কি টি-২০ টুর্নামেন্ট দিয়েই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন সামি?

Mohammed Shami: অজি সফরের স্বপ্নভঙ্গ, টি-২০ দিয়েই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন মহম্মদ সামি?
অজি সফরের স্বপ্নভঙ্গ, টি-২০ দিয়েই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন মহম্মদ সামি?
Image Credit source: X

Follow Us

কলকাতা: বাইশ গজে ঠিক কবে ফিরবেন ভারতীয় তারকা পেসার মহম্মদ সামি (Mohammed Shami)? এই প্রশ্নের উত্তর যেন পেয়েও পাওয়া যাচ্ছে না। গত কয়েক মাসে বার বার শোনা গিয়েছিল, বর্ডার-গাভাসকর ট্রফিতে দেখা যাবে সামিকে। কয়েকদিন আগে অজি সফরের জন্য যে ভারতীয় স্কোয়াড ঘোষণা হয়েছে, তাতে অবশ্য সামির নাম নেই। ৩১ অক্টোবর আইপিএলের রিটেনশন তালিকা প্রকাশিত হয়েছে। সেখানে দেখা গিয়েছে গুজরাট টাইটান্স ছেড়ে দিয়েছে সামিকে। একদিকে অজি সফরে যাওয়ার স্বপ্নভঙ্গ হয়েছে সামির। তার মধ্যে গুজরাট ছেড়েছে তাঁকে। শোনা গিয়েছিল, বাংলার জার্সিতে রঞ্জি ট্রফির (Ranji Trophy) শেষের দিকের ম্যাচে কামব্যাক হবে সামির। কিন্তু কয়েকদিন আগে কর্নাটক ও মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচের জন্য বাংলার স্কোয়াড ঘোষণা হয়েছে। তাতে নেই সামির নাম। তা হলে কি টি-২০ টুর্নামেন্ট দিয়েই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন সামি?

৬ নভেম্বর থেকে কর্নাটকের বিরুদ্ধে এবং ১৩ নভেম্বর থেকে বাংলার রঞ্জি ম্যাচ। এই দুটিতেই সামিকে দেখা যাবে না। এখনই লাল বলের ক্রিকেটে সামির ফেরার সম্ভবনা দেখা যাচ্ছে না। তিনি বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে রয়েছেন। তারপরও মহম্মদ সামির ভবিষ্যৎ নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে। যা পরিস্থিতি, কবে তিনি মাঠে ফিরবেন, তা নিয়ে চাপে বাংলার পেসার। রঞ্জিতে বাংলার আগামী দুটো ম্যাচে যে সামি নেই, তা নিশ্চিত। তা হলে কি নভেম্বরের শেষের দিকে শুরু হতে চলা সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফিতে কামব্যাক হবে সামির? সূচি অনুযায়ী ২৩ নভেম্বর সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফিতে বাংলার ম্যাচ রয়েছে। প্রতিপক্ষ পঞ্জাব। কে বলতে পারে এই টুর্নামেন্ট দিয়েই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারেন সামি।

ইন্সটাগ্রামে সামি নিয়মিত নিজের নানা ভিডিয়ো শেয়ার করেন। এনসিএতে ওয়েটলিফ্টিংয়ের এক ভিডিয়ো শেয়ার করেছেন তারকা পেসার। ক্যাপশনে লিখেছেন, ‘হার্ড ওয়ার্ককে নিজের প্যাশনে পরিণত করো। আর সাফল্যকে নিজের রুটিনে পরিণত করো।’ তিনি যে দ্রুত বাইশ গজে ফিরতে মরিয়া, তা তাঁর হাবে-ভাবে, কথা বার বার প্রমাণিত হচ্ছে।

Next Article
Rishabh Pant: হতাশার কিউয়ি সিরিজ; টেস্ট চ্যাম্পিয়নশিপে রেকর্ড ঋষভ পন্থের!
Rishabh Pant: ‘এমন কোরো না…’, অজি সফরের কথা ভেবে ঋষভ পন্থকে সতর্কবার্তা!