Mohammed Shami: সিঁথিতে সিঁদুর, মাথায় লাল টিপ… সামির প্রাক্তন স্ত্রী হাসিন জাহানের এই ছবি ঝড় তুলছে নেটদুনিয়ায়

Hasin Jahan: ২০১৪ সাল থেকে হাসিন ও সামি একসঙ্গে ছিলেন। তাঁদের একমাত্র মেয়ে আইরার জন্ম হয়েছিল ২০১৫ সালে। মেয়ের জন্মর পরও বেশ সুখেই ছিলেন সামি-জাহান। হঠাৎ করে ২০১৮ সালে হাসিন একঝাঁক অভিযোগ আনেন সামির বিরুদ্ধে। দীর্ঘ আইনি লড়াই হয়। তারপর থেকে হাসিন জাহান ও মহম্মদ সামি আলাদা থাকেন।

Mohammed Shami: সিঁথিতে সিঁদুর, মাথায় লাল টিপ... সামির প্রাক্তন স্ত্রী হাসিন জাহানের এই ছবি ঝড় তুলছে নেটদুনিয়ায়
Mohammed Shami: সিঁথিতে সিঁদুর, মাথায় লাল টিপ... সামির প্রাক্তন স্ত্রী হাসিন জাহানের এই ছবি ঝড় তুলছে নেটদুনিয়ায়
Follow Us:
| Updated on: Jan 31, 2024 | 7:17 PM

কলকাতা: আইপিএলের (IPL) দৌলতে তাঁদের প্রথম আলাপ হয়েছিল। বয়সে বড় হাসিন জাহানকে (Hasin Jahan) মন দিতে বেশি সময় নেননি ভারতীয় পেসার মহম্মদ সামি (Mohammed Shami)। প্রথম দেখাতেই হাসিনের প্রেমে পড়ে গিয়েছিলেন। সেই সময় হাসিন ছিলেন চিয়ারলিডার। সামির সঙ্গে পরিচয় হওয়ার পর বছর দু’য়েক তাঁরা ডেটিং করেন। ২০১৪ সালে ধুমধাম করে হাসিন জাহানের সঙ্গে বিয়ে করেন মহম্মদ সামি। তার ঠিক চার বছর পর তিক্ততায় শেষ হয়েছিল সামি ও হাসিনের সম্পর্ক। এখন সামি প্রতি মাসে খোরপোশ দেন হাসিনকে। প্রায়শই খবরের শিরোনামে আসেন হাসিন। এ বার তাঁর এক ছবি নেটদুনিয়ায় ভাইরাল। যেখানে দেখা গিয়েছে তাঁর পরনে শাড়ি, সিঁথিতে সিঁদুর, নাকে নথ ও মাথায় লাল টিপ। তা হলে কী…

হাসিন জাহান সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। তিনি প্রায়শই নিজের ছবি এবং সামি ও তাঁর মেয়ে আইরার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। দিন’দুয়েক আগে হাসিন জাহান তাঁর লাল পাড় সাদা শাড়ি পরা একটি ছবি নিজের ইন্সটাগ্রামে শেয়ার করেছেন। তাতে অবশ্য তিনি ক্যাপশনে লিখেছিলেন, ‘২০২৩ সালের আগমনী শুটের সময়।’

২০১৪ সাল থেকে হাসিন ও সামি একসঙ্গে ছিলেন। তাঁদের একমাত্র মেয়ে আইরার জন্ম হয়েছিল ২০১৫ সালে। মেয়ের জন্মর পরও বেশ সুখেই ছিলেন সামি-জাহান। হঠাৎ করে ২০১৮ সালে হাসিন একঝাঁক অভিযোগ আনেন সামির বিরুদ্ধে। দীর্ঘ আইনি লড়াই হয়। তারপর থেকে হাসিন জাহান ও মহম্মদ সামি আলাদা থাকেন। আর তাঁদের মেয়ে আইরা থাকেন হাসিন জাহানের সঙ্গে। প্রতি মাসে খোরপোশ বাবদ মহম্মদ সামির থেকে ১ লক্ষ ৩০ হাজার টাকা পান হাসিন জাহান। মেয়েকে মিস করেন সামি। তার জন্মদিনে প্রতিবছর সামি তাঁর ছবি দিয়ে উইশ করেন।