ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা অকশন। আগামী দু-দিন সৌদি আরবের শহর জেড্ডায় বসছে নিলামের আসর। সব মিলিয়ে ১৫৭৪ জন ক্রিকেটার নাম লিখিয়েছিলেন। যদিও চূড়ান্ত তালিকায় জায়গা হয়েছে মাত্র ৫৭৪ জন ক্রিকেটারের। দ্বিতীয় সেটে রয়েছেন দেশের অন্যতম সেরা পেসার মহম্মদ সামি। গত বছর ওয়ান ডে বিশ্বকাপের পর থেকেই চোটের কারণে মাঠের বাইরে ছিলেন সামি। গত বারের আইপিএলে খেলতে পারেননি। মেগা অকশনের আগে আজ ফাইনাল রিহার্সাল সামির। সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফিতে কখন কোথায় দেখা যাবে ম্যাচ, জেনে নিন বিস্তারিত।
সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে আজ বাংলা নামছে পঞ্জাবের বিরুদ্ধে। চোট সারিয়ে সামির প্রত্যাবর্তন হয়েছে রঞ্জি ট্রফিতে। মধ্যপ্রদেশের বিরুদ্ধে প্রত্যাবর্তন ম্যাচে সব মিলিয়ে ৭ উইকেট নিয়েছেন। পাশাপাশি ব্যাট হাতেও অবদান রয়েছে। একদিকে যেমন নজর বর্ডার-গাভাসকর ট্রফির স্কোয়াডে কত তাড়াতাড়ি সুযোগ পাবেন সামি, অন্য দিকে নজর আইপিএল অকশনে। গত মরসুমে খেলতে পারেননি। ২০২২ সালে গুজরাট টাইটান্স নিয়েছিল তাঁকে। এ বার রিটেন করা হয়নি সামিকে। অকশন তালিকায় দ্বিতীয় সেটে রয়েছেন সামি। বেস প্রাইস ২ কোটি টাকা।
নিলামের আগে মহড়ার সুযোগ সামির সামনে। বিকেল ৪.৩০-এ শুরু বাংলা বনাম পঞ্জাব সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ম্যাচ। প্রতিপক্ষ টিমে অর্শদীপ সিংয়ের মতো পেসার রয়েছেন। তিনিও অকশনে উঠবেন। পঞ্জাবের অভিষেক শর্মাকে অবশ্য রিটেন করেছে তাঁর ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদ। সামির সঙ্গে তাঁর লড়াই উপভোগ্য হতে পারে। বাংলা টিমের আরও অনেকেই অকশন তালিকায় রয়েছেন। বাংলা বনাম পঞ্জাবের এই ম্যাচ দেখা যাবে জিও সিনেমায়।
সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টির জন্য ঘোষিত বাংলা দল: সুদীপ ঘরামি (ক্যাপ্টেন), মহম্মদ সামি, অভিষেক পোড়েল, সুদীপ চট্টোপাধ্যায়, শাহবাদ আহমেদ, করণ লাল, ঋত্বিক চট্টোপাধ্যায়, ঋত্বিক রায়চৌধুরী, শাকির হাবিব গান্ধী, রনজ্যোৎ সিং খাইরা, প্রয়াস রায় বর্মণ, অগ্নিভ পান, প্রদীপ্ত প্রামাণিক, সক্ষম চৌধুরী, ঈশান পোড়েল, মহম্মদ কাইফ, সুরজ সিন্ধু জয়সওয়াল, সায়ন ঘোষ, কণিষ্ক শেঠ, সৌম্যদীপ মন্ডল