Mohammed Siraj: অজি আগ্রাসনে ভারতের বিশ্বজয় হল না, মাঠেই কান্নায় ভেঙে পড়লেন মহম্মদ সিরাজ

India vs Australia, ICC World Cup 2023: সবরমতী পাড়ে নীল জনসমুদ্র দেখা গিয়েছিল। কিন্তু সেই জনসমুদ্র ম্যাচ শেষে উচ্ছ্বাসের ঢেউ প্রকাশ করতে পারল না। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মেন ইন ব্লুকে হারিয়ে ষষ্ঠবার বিশ্বজয় অস্ট্রেলিয়ার। ম্যাচ শেষে মাঠের ছবি ভারতীয় সমর্থকদের দুঃখ আরও বাড়িয়ে দিল। একদিকে বিরাট-রোহিতদের চোখেমুখে হতাশা। অন্যদিকে সেলিব্রশনে মেতেছে ইয়েলোব্রিগেড

Mohammed Siraj: অজি আগ্রাসনে ভারতের বিশ্বজয় হল না, মাঠেই কান্নায় ভেঙে পড়লেন মহম্মদ সিরাজ
Mohammed Siraj: অজি আগ্রাসনে ভারতের বিশ্বজয় হল না, মাঠেই কান্নায় ভেঙে পড়লেন মহম্মদ সিরাজ
Follow Us:
| Edited By: | Updated on: Nov 19, 2023 | 10:21 PM

আমেদাবাদ: কোটি কোটি দেশবাসীর মতো ভারতীয় ক্রিকেটাররাও বিশ্বজয়ের স্বপ্ন দেখেছিলেন। অজি আগ্রাসনের সামনে ভারতের (India) সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। সবরমতী পাড়ে নীল জনসমুদ্র দেখা গিয়েছিল। কিন্তু সেই জনসমুদ্র ম্যাচ শেষে উচ্ছ্বাসের ঢেউ প্রকাশ করতে পারল না। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মেন ইন ব্লুকে হারিয়ে ষষ্ঠবার বিশ্বজয় অস্ট্রেলিয়ার (Australia)। ম্যাচ শেষে মাঠের ছবি ভারতীয় সমর্থকদের দুঃখ আরও বাড়িয়ে দিল। একদিকে বিরাট-রোহিতদের চোখেমুখে হতাশা। অন্যদিকে সেলিব্রশনে মেতেছে ইয়েলোব্রিগেড। সেই সময় টেলিভিশন ক্যামেরা প্যান হতেই দেখা গেল, মাঠেই কান্নায় ভেঙে পড়লেন টিম ইন্ডিয়ার তারকা বোলার মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

এক্কেবারে সামনে পৌঁছে গেলেও বিশ্বকাপ এল না ভারতীয় শিবিরে। ফাইনালে ফেভারিট ছিল ভারতই। কিন্তু অস্ট্রেলিয়া কেন বিশ্বকাপের সবচেয়ে সফল দল, তা প্রমাণ করে দিল। অজিদের কাছে হেরে আবেগ চেপে রাখতে পারলেন না ভারতীয় ক্রিকেটাররা। মাঠেই তাই কান্নায় ভেঙে পড়েন মহম্মদ সিরাজ। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল। সিরাজ যখন কাঁদছিলেন, পাশেই ছিলেন জসপ্রীত বুমরা। সিরাজের পিঠ চাপড়ে দেন বুমরা। সতীর্থ যে কতটা কষ্ট পাচ্ছেন, তা ভালো মতোই টের পাচ্ছিলেন বুমরা। কারণ, নিজেও তো সেই একই কষ্ট পাচ্ছিলেন।

ICC World Cup 2023 Final, IND vs AUS ম্যাচের লাইভব্লগের জন্য ক্লিক করুন এখানে – IND vs AUS, CWC Liveblog

ভারতের মাটিতে হওয়া ওডিআই বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটিই উইকেট পেয়েছেন মহম্মদ সিরাজ। সেটি প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট ট্রাভিস হেডের। ৪২.৫ ওভারে হেডের উইকেট তুলে নেন সিরাজ। ততক্ষণে ১৩৭ রান করে অজিদের জয় সাজিয়ে দিয়েছিলেন হেড। এ বারের একদিনের বিশ্বকাপে ১১টি ম্যাচে ১৪টি উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ। টুর্নামেন্টে সবচেয়ে বেশি উইকেট নেওয়া ভারতীয় বোলারদের তালিকায় ৫ নম্বরে রয়েছেন সিরাজ।

উল্লেখ্য, বিশ্বকাপ অধরা থাকার পর যে শুধু সিরাজের চোখেই যে জল এসেছিল, তেমনটা নয়। অধিনায়ক রোহিত শর্মার চোখেও দেখা যায় জল। সেই ছবি-ভিডিয়ো ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।