ICC rankings: আইসিসি ক্রমতালিকায় শীর্ষস্থান হারালেন টিম ইন্ডিয়ার পেসার

Team India: ভারতীয় ব্য়াটারদের মধ্যে বিরাট কোহলি পঞ্চম স্থান ধরে রেখেছেন। অধিনায়ক রোহিত শর্মা এক ধাপ উন্নতি করে নবম স্থানে।

ICC rankings: আইসিসি ক্রমতালিকায় শীর্ষস্থান হারালেন টিম ইন্ডিয়ার পেসার
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Mar 22, 2023 | 5:10 PM

দুবাই : আইসিসি ওডিআই বোলারদের ক্রমতালিকায় শীর্ষস্থান হারালেন ভারতের পেসার মহম্মদ সিরাজ। কেরিয়ারে প্রথম বার এই ফরম্য়াটে শীর্ষস্থান দখল করলেন অজি পেসার জশ হ্য়াজলউড। আর এক অজি পেসার মিচেল স্টার্কও ক্রমতালিকায় উন্নতি করলেন। ভারতের বিরুদ্ধেও একদিনের সিরিজে অনবদ্য ছন্দে স্টার্ক। সুফল মিলল ক্রমতালিকায়। ভারতের তরুণ পেসার মহম্মদ সিরাজ শীর্ষস্থান থেকে নেমে গেলেন তিন নম্বরে। যুগ্মভাবে তিনে রয়েছেন স্টার্ক। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়াংখেড়েতে প্রথম ওডিআইতে অনবদ্য় বোলিং করেছিলেন মহম্মদ সিরাজ। ২৯ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় ম্য়াচে ৩ ওভারে ৩৭ রান দেন সিরাজ। প্রত্য়াশিত ভাবেই শীর্ষস্থান হারালেন। আইসিসি ক্রমতালিকায় আর কী বদল হল? বিস্তারিত TV9Bangla-য়।

বিশাখাপত্তনমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওডিআইতে লজ্জার রেকর্ড গড়েছিল ভারত। বল বাকি থাকার নিরিখে ভারতের সবচেয়ে বড় হার। মিচেল স্টার্কের আগুনে বোলিংয়ে মাত্র ১১৭ রানেই শেষ হয় ভারতের ইনিংস। জবাবে মাত্র ১১ ওভারেই জয়ের লক্ষ্য়ে পৌঁছায় অস্ট্রেলিয়া। মিচেল মার্শ বিধ্বংসী মেজাজে ছিলেন। যোগ্য় সঙ্গত দেন ট্রাভিস হেডও। সিরাজের ৩ ওভারে ৩৭ রান তারই অংশ। তিন ফরম্য়াটেই ভালো ছন্দে ছিলেন সিরাজ। এ বছরের শুরুতেই ওডিআই ক্রমতালিকায় শীর্ষস্থান দখল করেছিলেন সিরাজ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজেই হতাশার পারফরম্য়ান্স। চোটের কারণে ভারত সফর থেকে ছিটকে যান জশ হ্য়াজলউড। কেরিয়ারে প্রথম বার ওডিআই ফরম্য়াটে শীর্ষে এই অজি পেসার। আইসিসি ক্রমতালিকা প্রকাশের বিবৃতিতে লিখেছে, ‘২০১৭ সালের জুনে ওডিআই ফরম্য়াটে কেরিয়ার সেরা দ্বিতীয় স্থানে উঠেছিলেন হ্য়াজলউড। ২০২২ সালের অগস্ট থেকে জায়গা ধরে রাখেন।’

বোলারদের ক্রমতালিকায় উন্নতি হল ভারতীয় পেসার মহম্মদ সামির। মুম্বইতে প্রথম ওডিআইতে দুর্দান্ত বোলিং করেছিলেন সামি। পঞ্চম ধাপ উন্নতি হল তাঁর। ২৮ নম্বরে রয়েছেন সামি। ব্য়াটিংয়ে উন্নতি হল ভারতের কিপার-ব্য়াটার লোকেশ রাহুলের। প্রথম ম্য়াচে তাঁর অপরাজিত ৭৫ রানের ইনিংস ভারতের জয় নিশ্চিত করে। তিন ধাপ উঠে ৩৯ নম্বরে রাহুল। ভারতীয় ব্য়াটারদের মধ্যে বিরাট কোহলি পঞ্চম স্থান ধরে রেখেছেন। অধিনায়ক রোহিত শর্মা এক ধাপ উন্নতি করে নবম স্থানে।