সোমবার ক্রিকেটের ডার্বি
জেসির সেমিফাইনাল মোহনবাগানের (Mohun Bagan) ব্যাটসম্যান বনাম ইস্টবেঙ্গলের (East Bengal) বোলারদেরই ম্যাচ হতে চলেছে।
কলকাতা: ফুটবলের বদলা কি ক্রিকেট মাঠে নেওয়ার ভাবনা রয়েছে? আইএসএল (ISL) দেখলে, মোহনবাগানের (Mohun Bagan) কাছে দু’দফার ম্যাচেই হারতে হয়েছে ইস্টবেঙ্গলকে (East Bengal)। তা নিয়ে কম যন্ত্রণা সহ্য করতে হয়নি। সোমবার জেসি মুখার্জি ট্রফির (J.C.Mukherjee trophy) সেমিফাইনালে ইস্টবেঙ্গল পাল্টা ফিরে আসার ছক সাজাচ্ছে। মহমেডানকে হারিয়ে শেষ চারে পা দিয়েছে লাল-হলুদ। আর, পাইকপাড়ার বিরুদ্ধে জিতে সেমিফাইনালে মোহনবাগান।
মহমেডানের বিরুদ্ধে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৫৮ রান তোলে ইস্টবেঙ্গল। সর্বোচ্চ ২৯ করেন সোহম ঘোষ। অধিনায়ক অর্ণব নন্দী ১২ বলে ২৩ করেন। জবাবে ব্যাট করতে নেমে ১৫১ রানে থেমে যায় মহমেডানের ইনিংস। হাড্ডাহাড্ডি ম্যাচে ৭ রানে ইস্টবেঙ্গলকে জেতান অর্ণব নন্দী। ব্যাটে রান পাওয়ার পাশাপাশি বল হাতে নেন ২ উইকেট।
Mohun Bagan defeated Paikpara Sporting Club by 7 wickets to reach the semi-final of J.C.Mukherjee T20 trophy. Sudip Chatterjee was adjudged Man of the Match for his brilliant knock of 64(48).#JoyMohunBagan #Mariners pic.twitter.com/SN54ws0kQG
— Mohun Bagan (@Mohun_Bagan) April 3, 2021
আরও পড়ুন: রাসেল ফ্যাক্টরে চোখ কেকেআরের
অন্য ম্যাচে পাইকপাড়া ১৬০-৬ তোলে। জবাবে ১৭.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় মোহনবাগান (১৬১-৩)। সুদীপ চট্টোপাধ্যায় ৪৮ বলে অপরাজিত ৬৪ করেন। বিবেক সিং ৩৩ বলে ৫১ রান করেন। মোহনবাগানের ব্যাটসম্যানেরা দারুণ ছন্দে রয়েছেন। উল্টো দিকে আবার ইস্টবেঙ্গলের বোলাররা ভালো পারফর্ম করছেন। জেসির সেমিফাইনাল মোহনবাগানের ব্যাটসম্যান বনাম ইস্টবেঙ্গলের বোলারদেরই ম্যাচ হতে চলেছে।