MS Dhoni: ‘ডায়েট করছ কারা?’, জিমে কেক খেতে খেতে প্রশ্ন ধোনির
আন্তর্জাতিক ক্রিকেটকে বছর তিনেক আগে বিদায় জানিয়েছেন মাহি। কিন্তু নিজের ফিটনেস নিয়ে তিনি তারপরও কোনও আপস করেননি। বরং বয়স যত বেড়েছে ধোনির কসরত করার পরিমাণও যেন তত বেড়েছে। নিয়মিত ধোনি জিমেও যান।
রাঁচি: তিনি ৪২-এ পা দিয়েছেন। কিন্তু তাঁকে দেখে বয়স বোঝার জো নেই। এখনও অসম্ভব ফিট ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। এই বয়সে অনেকেই অবসরের সিদ্ধান্ত নিয়ে নেন। আবার কেউ কেউ থাকেন ক্যাপ্টেন কুলের মতো। যিনি ৪১-এও দলকে চ্যাম্পিয়ন বানান। ২০২৩ সালে চেন্নাই সুপার কিংসকে পঞ্চম আইপিএল (IPL) ট্রফি এনে দিয়েছেন ধোনি। আন্তর্জাতিক ক্রিকেটকে বছর তিনেক আগে বিদায় জানিয়েছেন মাহি। কিন্তু নিজের ফিটনেস নিয়ে তিনি তারপরও কোনও আপস করেননি। বরং বয়স যত বেড়েছে ধোনির কসরত করার পরিমাণও যেন তত বেড়েছে। নিয়মিত ধোনি জিমেও যান। সেই সব ভিডিয়ো তাঁর ভক্তদের মারফত নিয়মিত দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। এ বার জিমে (Gym) গিয়েই অনেক ক্যালরিযুক্ত খাবার খেয়ে নিলেন মাহি। তারপর মজার ছলে জিমের বন্ধুদের প্রশ্ন করলেন, ‘কে কে ডায়েট করছো?’ সেই ভিডিয়ো নেট দুনিয়ায় ভাইরাল। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়ো অনুযায়ী, রাঁচির জিমে চেন্নাই সুপার কিংসের পঞ্চম আইপিএল ট্রফি জয়ের সেলিব্রেশন করতে গিয়ে কেক কেটেছেন ধোনি। সেই ভিডিয়ো এখন ধোনি ভক্তদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ঘুরছে। ভিডিয়োটিতে দেখা গিয়েছে ধোনির সামনে দুটি কেক নামানো। যা দেখে মনে হয়েছে একটি আমের ফ্লেভারের কেক এবং অপরটি চকলেট ফ্লেভারের। আমের ফ্লেভারের কেকটি ধোনি তাঁর জিমের এক বন্ধুর সঙ্গে কাটেন। সেই সময় তাঁর বাকি বন্ধুরা আইপিএল জয়ের জন্য শুভেচ্ছা জানান। তার পর দেখা যায়, খোশমেজাজে থাকা মাহি এক টুকরো কেক বন্ধুর মুখে তুলে দেন। সেখান থেকেই এরপর নিজেও অল্প কেক খান।
View this post on Instagram
রাঁচির জিমে কেক কাটার পর ধোনি মজার ছলে বলেন, ‘আমি তো (কেক) খাওয়াব। কে কে খাবে, আর কে কে ডায়েটিং করছ আমাকে সেটা বল আগে।’ মাহির এই সরল প্রশ্ন এবং তারপর বাকিদের প্রতিক্রিয়া ছিল দেখার মতো। সামনেই বিশ্বকাপ আসছে। শেষ বার ভারতে বিশ্বকাপ এসেছিল ধোনির হাত ধরেই। এ বার দেখার রোহিত শর্মার নেতত্বে ভারত বিশ্বজয়ের স্বাদ পায় কিনা।