AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

MS Dhoni: আইপিএলে খেলতে চান তামিল অভিনেতা যোগী বাবু, দলে এন্ট্রি হবে কীভাবে? জানালেন ধোনি

Yogi Babu to MS Dhoni: মহেন্দ্র সিং ধোনির প্রযোজনা সংস্থার প্রথম সিনেমা 'লেটস গেট ম্যারেড' এ অভিনয় করেছেন জনপ্রিয় তামিল অভিনেতা যোগী বাবু। সেই সিনেমার ট্রেলার ও অডিয়ো লঞ্চ অনুষ্ঠানে ধোনিকে যোগী বাবু বলেন সিএসকে শিবিরে তাঁকে নেওয়ার জন্য।

MS Dhoni: আইপিএলে খেলতে চান তামিল অভিনেতা যোগী বাবু, দলে এন্ট্রি হবে কীভাবে? জানালেন ধোনি
MS Dhoni: আইপিএলে খেলতে চান তামিল অভিনেতা যোগী বাবু, দলে এন্ট্রি হবে কীভাবে? জানালেন ধোনি
| Edited By: | Updated on: Jul 12, 2023 | 12:02 AM
Share

চেন্নাই: শুধু ঠাণ্ডা মাথায় ২২ গজই সামলান না মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। ২২ গজের বাইরেও তিনি থাকেন ‘কুল’। তাই তো তিনি সকলের ক্যাপ্টেন কুল। মাঠ হোক বা মাঠের বাইরে যে কোনও বাউন্সারই বাউন্ডারির বাইরে পাঠান ধোনি। সম্প্রতি চেন্নাইয়ে গিয়েছিলেন ধোনি। এ বারের আইপিএল (IPL) মরসুম তো শেষ। তাই ক্রিকেটের জন্য নয়। এ বার ধোনি চেন্নাইয়ে গিয়েছিলেন নিজের প্রযোজনা সংস্থার প্রথম সিনেমা ‘লেটস গেট ম্যারেড’ এর ট্রেলার ও অডিয়ো লঞ্চ অনুষ্ঠানে। সেখানেই ধোনির সামনে আইপিএলে খেলার আবদার করেন তামিল অভিনেতা যোগী বাবু। কী ভাবে সিএসকে (CSK) শিবিরে তাঁর এন্ট্রি হতে পারে, উপায় বলে দেন ধোনি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

মহেন্দ্র সিং ধোনির প্রযোজনা সংস্থার প্রথম সিনেমা ‘লেটস গেট ম্যারেড’ এ অভিনয় করেছেন জনপ্রিয় তামিল অভিনেতা যোগী বাবু। সেই সিনেমার ট্রেলার ও অডিয়ো লঞ্চ অনুষ্ঠানে ধোনিকে যোগী বাবু বলেন সিএসকে শিবিরে তাঁকে নেওয়ার জন্য। যা শুনে ধোনি মজার উত্তর দিয়েছেন। তিনি বলেন, ‘রায়ডু (অম্বাতি রায়ডু) অবসর নিয়েছে। তাই সিএসকেতে তোমার জন্য একটা জায়গা রয়েছে। আমি টিম ম্যানেজমেন্টের সঙ্গে তোমাকে নেওয়ার জন্য কথা বলতে পারি। কিন্তু তোমার হাতে তো প্রচুর সিনেমা রয়েছে। আর তাতে তো তুমি খুব ব্যস্ত থাকো। তোমাকে দলে নিলে কিন্তু ধারাবাহিকভাবে খেলতে হবে। ওরা কিন্তু খুব জোরে জোরে বল করে। তোমাকে আঘাত দেওয়ার জন্যই ওরা বল করবে।’ ধোনির এই উত্তর শুনে সকলে হেসে কুটোপাটি হয়ে যান। দক্ষিণের একাধিক সুপারস্টারের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন যোগী বাবু। দর্শকদের মনে একটা আলাদাই জায়গা তৈরি করে নিয়েছেন এই তামিল কৌতুক অভিনেতা।

মাহি যখন মজা করার মুডে থাকেন, তখন তাঁকে কেউ আটকাতে পারেন না। ওই ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে স্ত্রী সাক্ষীকে নিয়েও মজার কথা বলেন ধোনি। মাহি জানান, তিনি সাক্ষীকে তামিলে কোনও খারাপ শব্দ শেখাননি। কিন্তু সাক্ষী তাঁকে জানিয়েছেন, তিনি তামিল ভাষায় কিছু খারাপ শব্দ জানেন। এরপরই মাহি হাসতে হাসতে বলেন, ‘আমি অন্য ভাষায় বেশ কিছু খারাপ শব্দ জানি।’