MS Dhoni: নেট দুনিয়ায় ঝড় তুলল ৪২-এর ধোনির ‘ডোলো-শোলে’

Watch Video: তাঁর সোশ্যাল মিডিয়ায় আনাগোনা একেবারেই কম। কিন্তু তিনি সব সময় থাকেন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং। কথা হচ্ছে ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) নিয়ে। সম্প্রতি তাঁর জিম সেশনের ভিডিয়ো ভাইরাল হয়েছে।

MS Dhoni: নেট দুনিয়ায় ঝড় তুলল ৪২-এর ধোনির 'ডোলো-শোলে'
MS Dhoni: নেট দুনিয়ায় ঝড় তুলল ৪২-এর ধোনির 'ডোলো-শোলে'Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 20, 2023 | 6:16 PM

নয়াদিল্লি: বর্তমানে কোনও ছবি-ভিডিয়ো ভাইরাল হতে এক মিনিটও সময় লাগে না। অহরহ মানুষ নেটদুনিয়ায় বিভিন্ন তথ্য শেয়ার করছেন। তবে সোশ্যাল মিডিয়া থেকে তিনি নিজেকে সরিয়ে রেখেছেন। এমনটা নয় যে তাঁর বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলিতে অ্যাকাউন্ট নেই। রয়েছে ঠিকই। কিন্তু সোশ্যাল মিডিয়ায় তাঁর খুব একটা আনাগোনা নেই। তবে এমন সময় খুব কমই হয়, যে সোশ্যাল মিডিয়ায় তিনি ট্রেন্ডিংয়ে নেই। কথা হচ্ছে ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) নিয়ে। জুলাইতে ৪২-এ পড়েছেন মাহি। কিন্তু তাঁকে দেখে তা বোঝার জো নেই। এখনও আগের মতোই ফিট তিনি। আর নিজেকে ফিট রাখার জন্য নিয়মিত জিমে ঘাম ঝরাতেও দেখা যাচ্ছে মাহিকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর জিম সেশনের ভিডিয়ো ভাইরাল হয়েছে। নেট দুনিয়ায় ঝড় তুলছে ৪২-এর মাহির ‘ডোলো-শোলে’। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

এ বছরের আইপিএলের পর হাঁটুতে অস্ত্রোপচার করান মহেন্দ্র সিং ধোনি। তারপর থেকে রাঁচির ফার্ম হাউস কৈলাশপতিতেই রয়েছেন মাহি। প্রায়শই সোশ্যাল মিডিয়া সাইট X (টুইটার বলে পূর্ব পরিচিত) এ ধোনির জিম সেশনের বিভিন্ন ছবি ও ভিডিয়ো ভাইরাল হচ্ছে। তিনি রাঁচির স্টেডিয়ামের (JSCA International Stadium Complex) জিমে মাঝে মাঝেই ঘাম ঝরাতে যাচ্ছেন। দিন কয়েক আগেই তাঁর কালো গেঞ্জি পরা এক ছবি ভাইরাল হয়েছিল। তাতে ধোনির পেশিবহুল হাত পরিষ্কার বোঝা যাচ্ছিল। এ বার তাঁর এক ভিডিয়ো ভাইরাল।

ধোনি ভক্তদের সোশ্যাল মিডিয়ায় ঘুরছে মাহির লেটেস্ট জিম সেশনের ভিডিয়ো। ৪২-এর মাহি এখনও নিজেকে ফিট রাখার জন্য যা কসরত করেন, তা যে কোনও উঠতি ক্রিকেটারের জন্য অনুপ্রেরণা।

নেটদুনিয়ায় শুধু মহেন্দ্র সিং ধোনির জিম সেশনেরই ছবি-ভিডিয়ো ভাইরাল নয়। রাঁচির রাস্তায় প্রায় তাঁকে দেখা যাচ্ছে বিভিন্ন ভিন্টেজ গাড়ি ও বাইক চালাতে। ধোনির ভক্তরা যা ভিডিয়ো করে নেটদুনিয়ায় ছড়িয়ে দিচ্ছেন।