MS Dhoni: আগামী আইপিএলে খেলবেন? মহেন্দ্র সিং ধোনির পরিষ্কার জবাব…

Aug 01, 2024 | 4:11 PM

IPL 2025, Chennai Super Kings: অনেক প্রাক্তন ক্রিকেটারই মনে করেন, ধোনির যা ফিটনেস তাতে আগামী আইপিএলে নিঃসন্দেহে খেলতে পারেন। গত মরসুমে শেষ মুহূর্তে চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব ঋতুরাজ গায়কোয়াড়ের হাতে তুলে দেন মহেন্দ্র সিং ধোনি। এরপর থেকে প্রশ্নটা আরও জোরালো হচ্ছে। ধোনি নিজে যা বলছেন...।

MS Dhoni: আগামী আইপিএলে খেলবেন? মহেন্দ্র সিং ধোনির পরিষ্কার জবাব...
Image Credit source: CSK

Follow Us

গত দু-তিন বছর ধরেই এই আলোচনা চলছে। প্রতি আইপিএলের আগে ধোঁয়াশা তৈরি হয় মহেন্দ্র সিং ধোনি খেলবেন কিনা। এ বারও নতুন নয়। আগামী আইপিএলের আগে রয়েছে মেগা অকশন। তার মাঝেই প্রশ্ন উঠছে, মহেন্দ্র সিং ধোনি খেলা চালিয়ে যাবেন কিনা। অনেক প্রাক্তন ক্রিকেটারই মনে করেন, ধোনির যা ফিটনেস তাতে আগামী আইপিএলে নিঃসন্দেহে খেলতে পারেন। গত মরসুমে শেষ মুহূর্তে চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব ঋতুরাজ গায়কোয়াড়ের হাতে তুলে দেন মহেন্দ্র সিং ধোনি। এরপর থেকে প্রশ্নটা আরও জোরালো হচ্ছে। ধোনি নিজে যা বলছেন…।

আইপিএল ২০২৫-এর এখনও অনেকটা সময় বাকি। মহেন্দ্র সিং ধোনি তাই ধীরে চলো নীতিতেই রয়েছেন। গত মাসেই ৪৩-এ পা দিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। হায়দরাবাদে একটি অনুষ্ঠানে ধোনি বলেন, ‘এখনও অনেক সময় বাকি। প্লেয়ার রিটেনশন নিয়ে কী নিয়ম হয়, সেদিকেও নজর রাখতে হবে। এই মুহূর্তে বল আমাদের কোর্টে নেই। আগামী আইপিএলের নিয়মগুলো নিশ্চিত হয়ে যাক, এরপর সিদ্ধান্ত নেব। তবে টিমের ভালো হবে এমন সিদ্ধান্তই নিতে চাই।’

গত সংস্করণে ধোনি নেতৃত্ব ছাড়ায় মনে করা হয়েছিল, সব ম্যাচে খেলবেন না তিনি। ধোনি অবশ্য সব ম্যাচই খেলেছিলেন। অল্পের জন্য় প্লে-অফে জায়গা করে নিতে পারেনি চেন্নাই সুপার কিংস। পুরো ম্যাচে কিপিং করলেও ব্যাটিংয়ের ক্ষেত্রে ধোনি মূলত কয়েক বলের জন্যই নেমেছেন। সিক্স হিটার স্পেশালিস্টও বলা যায়। পুরো মরসুমে মাত্র ৭৩টি ডেলিভারি খেলেছিলেন ধোনি। এর মধ্যে ১৩টি ছয় এবং ১৪টি বাউন্ডারি মেরেছিলেন। ২২০-র বেশি স্ট্রাইকরেটে খেলেছেন।

Next Article