MS Dhoni: সৌরভের শেষ টেস্টে ক্যাপ্টেন্সি ‘গিফ্ট’ দিয়েছিলেন ধোনি, পুরোটাই কি পূর্বপরিকল্পিত?

Oct 29, 2024 | 6:29 PM

MS Dhoni on Sourav Ganguly: নাগপুরে ২০০৮ সালে মহারাজের কেরিয়ারের শেষ টেস্টের এক্কেবারে শেষ লগ্নে ক্যাপ্টেনের দায়িত্ব তাঁর হাতে তুলে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। নেপথ্যে কী কারণ ছিল? সম্প্রতি এক অনুষ্ঠানে তা জানিয়েছেন মাহি।

MS Dhoni: সৌরভের শেষ টেস্টে ক্যাপ্টেন্সি গিফ্ট দিয়েছিলেন ধোনি, পুরোটাই কি পূর্বপরিকল্পিত?
MS Dhoni: সৌরভের শেষ টেস্টে ক্যাপ্টেন্সি 'গিফ্ট' দিয়েছিলেন ধোনি, পুরোটাই কি পূর্বপরিকল্পিত?
Image Credit source: X

Follow Us

কলকাতা: ভারতীয় ক্রিকেট মহলে অতি পরিচিত অধ্যায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বিদায়ী টেস্ট। নাগপুরে ২০০৮ সালে মহারাজের কেরিয়ারের শেষ টেস্টের এক্কেবারে শেষ লগ্নে ক্যাপ্টেনের দায়িত্ব তাঁর হাতে তুলে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। আসলে সৌরভের টেস্ট কেরিয়ারের শেষ ম্যাচের ভারতের ক্যাপ্টেন ছিলেন ধোনি। মহারাজকে সেই নাগপুর টেস্টের শেষ লগ্নে অধিনায়কের দায়ভার দিয়ে মাহি অনেকের চোখে মহান হয়েছিলেন। এমনটা যে ম্যাচের শেষে করবেন ধোনি, তা কি পূর্বপরিকল্পিত ছিল? সম্প্রতি এক অনুষ্ঠানে এ বিষয়ে জানিয়েছেন ধোনি।

সৌরভের শেষ টেস্ট ম্যাচে শেষ মুহূর্তে কেন নেতৃত্বের দায়ভার তাঁকে দিয়েছিলেন ধোনি? এই নিয়ে প্রশ্ন করা হলে মাহি বলেন, ‘এটা ভীষণ সাধারণ একটা বিষয়। ভারতীয় ক্রিকেটের সর্বকালের সেরা অধিনায়ক ছিলেন দাদা। দেশের জার্সিতে তিনি একাধিক স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছিলেন। সেদিন শেষ ম্যাচ খেলছিলেন তিনি। আমার মনে হয়েছিল, ওনার শেষ ম্যাচ স্মরণীয় রাখার জন্য আমি তাঁকে নেতৃত্বের দায়িত্ব দিতেই পারি।’

এই খবরটিও পড়ুন

নাগপুর টেস্টে সে বার সৌরভকে গার্ড অব অনারও দিয়েছিল ভারতীয় টিম। পাশাপাশি ম্যাচের শেষ ১৫-২০ মিনিট তাঁকে ক্যাপ্টেন্সি ‘গিফ্ট’ দিয়েছিলেন মাহি। ধোনি এও জানান, তাঁর মনে হয়েছিল এ ভাবেই তিনি সৌরভকে ভালো ফেয়ারওয়েল দিতে পারেন। তিনি বলেন, ‘আমি চেয়েছিলাম, তিনি অন্তত ১৫-২০ মিনিট যদি নেতৃত্ব দেন নিজের কেরিয়ারের শেষ টেস্টে, তা হলে তাতে সমস্যা কোথায়। আর সেটা করলে ম্যাচের ফলাফলেও খুব যে প্রভাব পড়ত, তেমনটাও ছিল না। তবে আমি জানি না তিনি সেটা উপভোগ করেছিলেন কিনা। হঠাৎ করেই সিদ্ধান্তটা জানিয়েছিলাম আমি। এটা একেবারেই পূর্ব পরিকল্পিত ছিল না। আমার মনে হয়েছিল এ ভাবে ফেয়ারওয়েল দেওয়া যায়। সেটাই করেছিলাম।’

Next Article