MS Dhoni: পাশে সাক্ষী, ধোনির দিকে চকলেটের ট্রে এগিয়ে দিলেন বিমানসেবিকা; তারপর…

বিয়াল্লিশের ধোনি এখনও প্রচুর মহিলা অনুরাগীদের মনে ঝড় তোলেন। তারই প্রমাণ পাওয়া গেল আরও এক বার।

MS Dhoni: পাশে সাক্ষী, ধোনির দিকে চকলেটের ট্রে এগিয়ে দিলেন বিমানসেবিকা; তারপর...
পাশে সাক্ষী, ধোনির দিকে চকলেটের ট্রে এগিয়ে দিলেন বিমানসেবিকা; তারপর...
Follow Us:
| Edited By: | Updated on: Jun 25, 2023 | 6:07 PM

নয়াদিল্লি : ক্যাপ্টেন কুল সত্যিকার অর্থেই একেবারেই কুল। মাঠ হোক বা মাঠের বাইরে মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) খুব একটা মেজাজ হারাতে দেখেননি কেউই। প্রচুর মানুষের আইডল মহেন্দ্র সিং ধোনি। শুধু তাই নয়, মাহি যে জনের ক্রাশ তার ইয়ত্তা নেই। বিয়াল্লিশের ধোনি এখনও প্রচুর মহিলা অনুরাগীদের মনে ঝড় তোলেন। তারই প্রমাণ পাওয়া গেল আরও এক বার। ফের একবার সকলের মন জয় করে নিলেন মাহি। ঠিক কী কারণে এ বার মাহিকে নিয়ে বিশেষ আলোচনা? ধোনিকে নিয়ে সব সময় আলোচনা হতেই থাকে। এ বার এক ভিডিয়োকে কেন্দ্র করে লাইমলাইটে মাহি। বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

সোশ্যাল মিডিয়ায় সদ্য এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, ইন্ডিগোর এক বিমানে সফর করছিলেন ধোনি ও তাঁর স্ত্রী সাক্ষী। তাঁরা পাশাপাশিই বসেছিলেন। সেই সময় এক বিমানসেবিকা ধোনির সামনে একটি চকলেট ও বিস্কুটের ট্রে নিয়ে হাজির হন। হাসিমুখে মাহি সেই ট্রে থেকে একটি প্যাকেট তুলে নেন। ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে সেই বিমানসেবিকা ধোনিকে আরও কিছু তুলে নেওয়ার অনুরোধ জানান। ধোনি মিষ্টি হাসি হেসে জানান, আর কিছু তিনি নেবেন না। ওই বিমানসেবিকা ধোনিকে একটি ছোট্ট চিরকুটে বিশেষ বার্তাও দেন। এই সময় পাশেই বসেছিলেন ধোনির স্ত্রী সাক্ষী। পুরো বিষয়টি তিনি কাছ থেকেই দেখেন।

ওই ভিডিয়োতে যে বিমানসেবিকা ছিলেন তাঁর নাম নিকিতা জয়সওয়াল। ইন্সটাগ্রামে তিনি এই ভিডিয়োটি পোস্ট করেছিলেন ১৩ জুন। সম্প্রতি এটি ভাইরাল হয়েছে। মাহিভক্তদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ওয়ালে ঘুরছে এই মিষ্টি ভিডিয়ো।

View this post on Instagram

A post shared by Nitika Jaiswal (@nitika0911)

অমলিন হাসি হেসে মাহির চকলেট নেওয়ার ভিডিয়োতে নেটিজ়েনদের চোখ এড়ায়নি আরও একটি জিনিস। আসলে, ওই ভিডিয়োতে দেখা গিয়েছে মাহি ট্যাবে জনপ্রিয় গেম ক্যান্ডি ক্রাশ খেলছিলেন। বেশ কয়েকজনের নজর ছিল আবার অন্যদিকে। ধোনি ওই ট্রে থেকে কিসের প্যাকেট তুলেছিলেন? চকলেট, বিস্কুট ও খেজুরের মধ্যে থেকে ওমানি খেজুরের একটি প্যাকেট তুলে নেন ধোনি। যা দেখে তাঁর এক অনুরাগী টুইটারে লেখেন, ধোনি যেহেতু স্বাস্থ্য সম্পর্কে সচেতন তাই চকলেট না নিয়ে তিনি ওমানি ডেটস তুলে নিয়েছেন।

GHORER BIOSCOPE